বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
হ্যাঁ ভাই এই রিং আইডির কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় এই রিং আইডি টাই সবচেয়ে বেশি ভাইরাল ছিলো। এইটায় আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো মনে হয় পাওয়া যাইতো। আমাকেও এই বিষয়ে অফার করেছিলো আমি প্রথমে কিছুটা আগ্রহী হয়েছিলাম পরে ভাবলাম ২০ হাজার টাকা ইনভেস্ট করে রাখবো, সে আমার টাকা দিয়ে কি বা করবো হুদাই এড দেখলে টাকা কেন দিবে? এই কথা গুলো ভেবে আর বিনিয়োগ করি নাই, কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।
আমার মনে হয় যারা একবার এই ফালতু সাইড গুলোতে ইনভেস্ট করে মারা খাওয়ার পর দেহিন ভালো হইয়া যায়। কাউকে বলে লাভ নাই, আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম সাইডে ১৫০০ টাকা বিনিয়োগ করছে আমি তাকে না করছি বিনিয়োগ করতে, তিনি তাও শুনে নাই। আশা করি শিগ্রই প্র্যাকটিক্যালি মারা খাইবো, তার পর ভালো হইবে, আর কোনদিন বলবে না কোন সাইডে ইনভেস্ট করবে।
প্রথম দশজন পোস্টদাতা
3. Bd officer [19]
খুবই ভালো ৩ নাম্বার হইলাম। আর একটিভ হয়ে যান মিয়া সকলেই।