9. synchronym [10]
আমি জানুয়ারি মাসে তেমন একটা বাংলা লোকাল বোর্ডের একটিভ ছিলাম না হয়তো আমি ভেবেছিলাম সেরা ১০ জন পোস্টদাতা এর মধ্যে একজন থাকতে পারবো না । আমার খুব ভালো লাগছে সেরা ১০ জন পোস্ট দাতার মধ্যে আমার নাম রয়েছে। এই মাসে সত্যি আমি আশা করিনি যে আমি দশজনের মধ্যে একজন থাকতে পারবো।অবশ্যই ফেব্রুয়ারি মাসে আরো বেশি বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকার চেষ্টা করব এবং ভালো মানের পোস্ট দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।@Crypto Library ভাইকে অনেক ধন্যবাদ সে অনেক পরিশ্রম করে প্রত্যেক মাসে সেরা ১০ জন পোস্টদাতা খুঁজে বের করে।