সত্যি বলতে ভাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আমি একজন বাঙালি আর আমরা প্রত্যেক বাঙালি মনে করি আমাদের নিজস্ব একটি ঠিকানা রয়েছে। লোকাল বোর্ড অবশ্যই আমাদের নিজস্ব ঠিকানা। ডিপ্রেশনে থাকার কারণে কোন কাজ করতে ইচ্ছে করে না। কম্পিউটার নিয়ে বসতে ইচ্ছে করে না। একটা ক্যাম্পেইনে সিগনেচার কোড বসিয়ে ছিলাম। কারণ অনেকদিন আইডিটা ইনেক্টিভ রয়েছে তাই। মাঝে মাঝে বসে একদিনে বা দুই দিনে কোনরকম কোয়ালিটি মেইনটেইন না করে পোস্ট করি। তবে এই পোস্টটি দেখার পরে মনে হচ্ছে আসলে নিজের ঘর থেকে অনেক দূরে চলে গেছি 😞
মানসিকভাবে এমন একটি অবস্থায় রয়েছি যে নতুন করে কোন কিছু জানতো ইচ্ছে করতেছে না। 😞
সবাই একটু দোয়া করবেন যাতে আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি।🙏
ভাই এই বিষয়ে আমি আপনার সাথে একমত না কারণ আপনি গত ৩০ দিনে শুধু বাংলা বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ডে আপনি পোস্ট করেছেন, আপনি যে অসুস্থ আছেন এটা ভিন্ন বিষয় দোয়া করে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বাংলা বোর্ডে পোস্ট করার বিষয়ে যে যুক্তি আপনি দেখাইছেন সেটা মানতে পারলাম না কারন আপনার বাংলা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড রেগুলার পোস্ট করেন। বাংলা বোর্ডের সপ্তাহে একটা বা দুইটা পোস্ট করা যায় এটা আহামরি কঠিন কিছু না। ভাই নিজেদের একটু সদইচ্ছা থাকলে মনে হয় বাংলা বোর্ডের পোস্ট করা সম্ভব এটা আহামরি কঠিন কিছু না একটু অ্যাকটিভ হয়ে পোস্ট করতে হবে, অনেকে ইচ্ছাকৃতভাবে পোস্ট করেন না।