ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না, কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।
এদের নিয়ে কিছু বলে লাভ নাই ভাই। বাদদেন। যদি পারেন কারা ছিলো কারা ছিলোনা তাদের নামগুলো মনে রাইখেন, ভবিষ্যতে কাজে আসলেও আসতে পারে। দিনশেষে ঘরের মানুষ ঘরেই ফিরবে। ফুল মেম্বার হয়ে নিজেকে অনেক বড় ভাবা বিদ্যাসাগর যখন আকাম করে ধরা খাইবে, তখন ঠিকই সাহায্য চাইতে লোকালে আসবে।
সত্যি বলতে ভাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আমি একজন বাঙালি আর আমরা প্রত্যেক বাঙালি মনে করি আমাদের নিজস্ব একটি ঠিকানা রয়েছে। লোকাল বোর্ড অবশ্যই আমাদের নিজস্ব ঠিকানা। ডিপ্রেশনে থাকার কারণে কোন কাজ করতে ইচ্ছে করে না। কম্পিউটার নিয়ে বসতে ইচ্ছে করে না। একটা ক্যাম্পেইনে সিগনেচার কোড বসিয়ে ছিলাম। কারণ অনেকদিন আইডিটা ইনেক্টিভ রয়েছে তাই। মাঝে মাঝে বসে একদিনে বা দুই দিনে কোনরকম কোয়ালিটি মেইনটেইন না করে পোস্ট করি। তবে এই পোস্টটি দেখার পরে মনে হচ্ছে আসলে নিজের ঘর থেকে অনেক দূরে চলে গেছি 😞
মানসিকভাবে এমন একটি অবস্থায় রয়েছি যে নতুন করে কোন কিছু জানতো ইচ্ছে করতেছে না। 😞
সবাই একটু দোয়া করবেন যাতে আমার সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি।🙏