ভাই আমি মূলত অসুস্থ না। একটু মানসিকভাবে বিপর্যস্ত। আমি বলেছি কোন কোয়ালিটি মেনটেন ছাড়াই পোস্ট করেছি। যাইহোক ইনশাল্লাহ আগামীতে প্রতি মাসে অন্তত একটিভিটি দেখতে পাবেন। বাংলা আমার মাতৃভাষা। অবশ্যই আমার ভাষায় পোস্ট করা তেমন আহামরি কঠিন কিছু না।
ভাই সত্যি কথা বলতে এখানে পুরাতন মানুষদের পোস্ট ছাড়া নতুনরা পোস্ট করতে আগ্রহ হারিয়ে ফেলে। যে কারণে আমাদের যারা পুরাতন মেম্বার আছে তাদের পোস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে নতুন যারা আসবে তারা পোস্ট করতে অনেকটা উৎসাহ পাবে। এখন বিষয় হচ্ছে আমরা যদি একটা রেংক আপ করার পরেই বাংলা বোর্ডের পোস্ট করা বন্ধ করে দেই, তাহলে নতুনরা আমাদেরকে দেখে কিছুই শিখতে পারবেনা। এজন্য আমাদের উচিত অন্ততপক্ষে মিনিমাম পোস্ট করা এবং গঠনমূলক পোস্ট করে বোর্ডটাকে একটিভ রাখা।