Post
Topic
Board Other languages/locations
Re: জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
wtsimis
on 04/02/2024, 05:58:46 UTC
কোট

ভাই এই বিষয়ে আমি আপনার সাথে একমত না কারণ আপনি গত ৩০ দিনে শুধু বাংলা বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ডে আপনি পোস্ট করেছেন, আপনি যে অসুস্থ আছেন এটা ভিন্ন বিষয় দোয়া করে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু বাংলা বোর্ডে পোস্ট করার বিষয়ে যে যুক্তি আপনি দেখাইছেন সেটা মানতে পারলাম না কারন আপনার বাংলা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ড রেগুলার পোস্ট করেন।  বাংলা বোর্ডের সপ্তাহে একটা বা দুইটা পোস্ট করা যায় এটা আহামরি কঠিন কিছু না। ভাই নিজেদের একটু সদইচ্ছা থাকলে মনে হয় বাংলা বোর্ডের পোস্ট করা সম্ভব এটা আহামরি কঠিন কিছু না একটু অ্যাকটিভ হয়ে পোস্ট করতে হবে, অনেকে ইচ্ছাকৃতভাবে পোস্ট করেন না।
ভাই আমি মূলত অসুস্থ না। একটু মানসিকভাবে বিপর্যস্ত। আমি বলেছি কোন কোয়ালিটি মেনটেন ছাড়াই পোস্ট করেছি। যাইহোক ইনশাল্লাহ আগামীতে প্রতি মাসে অন্তত একটিভিটি দেখতে পাবেন। বাংলা আমার মাতৃভাষা। অবশ্যই আমার ভাষায় পোস্ট করা তেমন আহামরি কঠিন কিছু না।

বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।
হ্যাঁ ভাই এই রিং আইডির কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় এই রিং আইডি টাই সবচেয়ে বেশি ভাইরাল ছিলো। এইটায় আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো। আমাকেও এই বিষয়ে অফার করেছিলো আমি প্রথমে কিছুটা আগ্রহী হয়েছিলাম পরে ভাবলাম ২০ হাজার টাকা ইনভেস্ট করে রাখবো, সে আমার টাকা দিয়ে কি বা করবো হুদাই এড দেখলে টাকা কেন দিবে? এই কথা গুলো ভেবে আর বিনিয়োগ করি নাই, কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।

আমার মনে হয় যারা একবার এই ফালতু সাইড গুলোতে ইনভেস্ট করে মারা খাওয়ার পর দেহিন ভালো হইয়া যায়। কাউকে বলে লাভ নাই, আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম সাইডে ১৫০০ টাকা বিনিয়োগ করছে আমি তাকে না করছি বিনিয়োগ করতে, তিনি তাও শুনে নাই। আশা করি শিগ্রই প্র্যাকটিক্যালি মারা খাইবো, তার পর ভালো হইবে, আর কোনদিন বলবে না কোন সাইডে ইনভেস্ট করবে।
আমাদের বাংলা লোকাল বোর্ডের কোন ভাই কি Spc এর নাম শুনেছিলেন। Spc এর মালিক কিন্তু আমার গ্রামের এক গ্রাম পরের গ্রামের লোক। একবার ঢাকা থেকে আসার সময় একটা রিক্সা নিয়েছিলাম তখন উনি আমার রিক্সায় উঠেছিলেন ২০১৮ সালে। উনি কিন্তু ক্রিপ্টো সম্পর্কে ভালো জানতো তখন। আমাকে CARDANO (ADA) টোকেনের কথা বলেছিলেন।
কিন্তু আমি খুবই অবাক হলাম যখন ২০২০ সালের দিকে উনি SPC প্রতিষ্ঠা করেছিলেন। এটার কার্যক্রম ছিল একবার সেম রিং আইডি এর মত। এই সমস্ত পিরামিড স্ক্রিম এর মূল ব্যাপারটা হচ্ছে যারা প্রথমে বিনিয়োগ করবে এবং রেফারেল শেয়ার করবে তারাই মূলত টাকা ইনকাম করতে পারবে। মানে পিরামিডের উপরে যারা থাকবে তারাই টাকা ইনকাম করতে পারবে। যারা পিরামিডের নিচে থাকবে তারা লস খাবে। Spc এর গল্প  আমার পাবনার এক ভাই থেকেও শুনেছি। ওখানেও নাকি ছড়িয়ে গিয়েছিল।

উনি একবার অর্থ কেলেঙ্কারির দায়ে পুলিশের কাছে ধরা পড়লেও অনেক টাকার বিনিময়ে আবার বের হয় পুনরায় এটি চালু করেন। মানুষের ভিতরে একটা বিশ্বাস তৈরি করে আবারও কয়েকশো কোটি টাকা জালিয়াতি করে বর্তমানে জেলে আছেন।