আমাদের বিগত মাস গুলোর তুলনায় একটিভিটি কমেছে, কিন্তু আমি মনে করি না আপনারা কেউ এই ব্যাপারে হতাশ হবেন। দুষ্ট গরুর চাইতে শুন্য গোয়াল ভালো। আমাদের থ্রেড এর কয়েকজন নিয়মিত মুখ এখন আর বাংলাদেশ থ্রেড এ দেখা যায় না। এখন আমি যদি তাদেরকে সুবিধাবাদি বলি, আপনারা কেউ কি রাগ করবেন নাকি? আমার তো খালি চুলকায়, উচিৎ কথা না বলে থাকতে পারি না। ওনারা এক প্রকার আমার অত্যাচারে এই থ্রেড থেকে বের হয়ে গেছে। অনেকে দেখলাম আবার গ্লোবাল বোর্ড এর পোস্ট এ গিয়ে মেরিট লেনদেন করছে। বেশ কয়েকটা ম্যাগা থ্রেড ইউজ করে মেরিট এদিক সেদিক করছে। কয়েকদিন আগে একজন আমাকে মেসেজ দিলো মেরিট দিয়ে হেল্প করার জন্য। ৮ টা মেরিট দিয়ে পরের রেংক এ যেতে হেল্প করলাম, ওনাকে মেসেজে বললাম যে ভাই আমাদের লোকাল থ্রেড এ একটিভ হোন। কিন্তু এর পর থেকে আর একটা পোস্ট ও দেখলাম না ওনার। সবাই ব্যাস্ত থাকতেই পারে। কিন্তু এভাবে পারলেন আপনারা?

থাইজ্ঞা নাই কইলাম।
আসলে এক্টিভিটি এর কথা বললে তো চার্ট দেখলেনই, ভাবতেছিলাম যে নতুন বছরে বাংলাদেশের একটিভিটি বাড়া দিয়ে শুরু করবে তা দেখি নিচের দিকে নামতেছে। তবে তারপরও আশা রাখতেছি যে সামনের মাসগুলোতে এক্টিভিটি আরো বাড়বে। তবে ভাই অ্যাক্টিভিটি কমার কারণও রয়েছে কারণ এখন কোন কনটেস্ট নেই। সামনে পিজ্জা কনটেস্ট আসবে, দেখবেন নতুন নতুন অ্যাকাউন্ট এর সমাহার পাশাপাশি বাংলা থ্রেডেও একটিভিটি বেড়ে যাবে সেই নতুন একাউন্ট গুলোর। জাজ্ঞা ভাই বেশি কথা কইতে চাই না, ঘরের ময়লা কাপড় বাইরে নিয়ে পরিষ্কার করা বা শুকাতে দিতে আমার আবার লজ্জা লাগে

আপনি যে পয়েন্ট গুলো তুলে ধরেছেন, এর মধ্যে ম্যানেজারের রেপুটেশন এবং সবচাইতে বেশি যেটা ম্যাটার করে সেটা হলো ফান্ড এস্ক্রো করা আছে কি না। অনেক সময় দেখবেন ম্যানেজারের রেপুটেশন অনেক ভালো, ষে হ্যান্ডেল ও করছে অনেক প্রজেক্ট, কিন্তু যখন ফান্ড ডিস্ট্রিবিউশনের টাইম আসে, তখন ম্যানেজার ধরা খেয়ে যায়। আমি অনেক আগে একতা বাউন্টির কাজ পেয়েছিলাম এবং আমি নিজেই বাউন্টির থ্রেড ওপেন করি। একটা সময় বুঝতে পারি যে এটা একটা স্ক্যাম প্রজেক্ট। আগা মাথা না বুঝে ফোরাম মোডারেটর কে মেসেজ দেই পরামর্শের জন্য। যেহেতু ফোরাম স্ক্যাম মোডারেট করে না, তাই ফোরাম তেমন কোনো একশন নেয় না। কিন্তু হান্টার রাও কিছু করতে পারে না কারণ সব থ্রেডেই লেখা থাকে যে ম্যানেজার শুধু প্রোজেক্ট এর ক্যাম্পেইন রান করবে, আর ফান্ড ডিস্ট্রিবিউট করবে প্রজেক্ট টিম।
বিষয় ভাই এখানে আরেকটা রয়েছে যেমন বাউনটি রেওয়ার্ডগুলো কিসে দেওয়া হচ্ছে, যদি কোন স্টেবল কয়েন বা ভাল কোন অল্টকয়েনে দেয় তাহলে, escrow করা বাউন্টি গুলো করে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। যদিও পেমেন্টের অবস্থা একদম অল্প হবে।
আর যদি হয় ওই প্রজেক্ট গুলোর টোকেনই escrow করা তাহলে দেখবেন টোকেন লিস্টিং হতে হতেই প্রজেক্টটি স্ক্যামের কাতারে নাম লিখিয়েছে। আমি বলব এখন নতুন যারা আছেন বাউনটি ক্যাম্পেইন এর দিকে নজর না দিয়ে অন্যান্য স্কিল গুলোর দিকে নজর দেন, তাছাড়া যদি ফোরামে ভালো পোস্ট করতে পারেন, তাহলে ফোরামে টাইম দেন পোষ্ট করেন র্যাংকিং আপ করেন, তাহলে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন।