আচ্ছা ভাই আপনার সেই ১০০ ডলার কে ১.৬ মিলিয়ন ডলারে পরিনত করা মিশ এর আপডেট কী? প্রথম ধাপ কি কমপ্লিট করা হয়েছে? আজকে কুকয়েনে ENJ এর মার্কেট দেখলাম ডিসেম্বরে অনেক পাম্প করেছিলো, আমি যা দেখলাম ভুল না হলে $০.৪৩ উঠেছিল। আচ্ছা ভাই তখন কী আপনি সেল করেছিলেন? আপনি মনে হয় $০.৪৬ এ সেল করার কথা বলেছিলেন। আচ্ছা এর পরবর্তী কোন কয়েন কিনবেন?
ভুল নয় সত্যি দেখছিলেন আপনে Eng কয়েনের দাম সর্বোচ্চ ০.৪৩$ ডলার উঠেছিল হয়তো এইডাই সর্বোচ্চ ছিল এই কয়েন এর দাম। বর্তমানে এই কয়েনটার দাম অনেক ডাম্পিং করছে যেইটা মার্কেট দেখলে পরিষ্কারভাবে বোঝা যাইতেছে এখন কয়েন টার দাম হইছে মার্কেট অনুযায়ী ০.২৭$ ডলার। আমাদের কি এখনো কেনার সুযোগ আছে। যেহেতু কয়েনটার দাম কইমা আইছে তাই মনে হচ্ছে কয়েনডা কিনলে লাভবান হওয়া যাইবো।
