Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 05/02/2024, 15:03:57 UTC
ভুল নয় সত্যি দেখছিলেন আপনে Enjin(ENJ) কয়েনের দাম সর্বোচ্চ ০.৪৩$ ডলার উঠেছিল হয়তো এইডাই সর্বোচ্চ ছিল এই কয়েন এর দাম। বর্তমানে এই কয়েনটার দাম অনেক ডাম্পিং করছে যেইটা মার্কেট দেখলে পরিষ্কারভাবে বোঝা যাইতেছে এখন কয়েন টার দাম হইছে মার্কেট অনুযায়ী ০.২৭৭৮$ ডলার। আমাদের কি এখনো কেনার সুযোগ আছে। যেহেতু কয়েনটার দাম কইমা আইছে তাই মনে হচ্ছে কয়েনডা কিনলে লাভবান হওয়া যাইবো।
আপনি যদি মনে করে থাকেন যে এই কয়েনের দাম $০.৪৩ সর্বোচ্চ দাম ছিলো তাহলে এটা ভুল হবে। আপনি মার্কেট ভালো করে দেখতে পারেন, সম্ববত ২০২১ সালের দিকে প্রায় $৪.৮৪ দাম ছিলো, এর পরে এই কয়েনের দাম অনেক কমে এসেছে।
নিচের পিকে দেখতে পারেন।


LM ভাই যখন বিনিয়োগ করেছিলেন তখন ENJ এর দাম মনে হয় $০.২৩ ছিলো তাই LM ভাই টার্গেট রেখেছিলেম $০.৪৬ হলে বিক্রি করার। আশা করি এই বিষয়ে LM ভাই প্রতিক্রিয়া জানাবে যে তার ইনভেস্টমেন্ট এর কি অবস্থা।

এটা আপনার ব্যাক্তিগত ব্যাপার আপনি চাইলে এখনো বিনিয়োগ করতে পারেন। আপনি যদি একজনের কথায় বিনিয়োগ করেন যদি লস খেয়ে বসেন তাহলে তাকে দোষারোপ করতে পারেন। রিস্ক নিয়েই আপনাকে বিনিয়োগ করতে হবে। LM ভাই একজন অভিজ্ঞ ব্যক্তি, আমাদের এই বাংলা থ্রেডের একজন জ্ঞানী ব্যাক্তি তিনি যেহেতু এই কয়েনে বিনিয়োগ করেছেন আশা করি অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে।

যদি LM ভাই ENJ কয়েন এখনো বিক্রি না করেন, তাহলে আপনি বিনিয়োগ করতে পারেন। তবে আপনাকে বিনিয়োগ করে অবশ্যই দীর্ঘদিন হোল্ড করতে হবে। আর যদি LM ভাই ENJ সেল করে থাকেন তাহলে তিনি পরবর্তী কোন কয়েনে বিনিয়োগ করবে সেটার দিকে খেয়াল রেখে তাতে বিনিয়োগ করতে পারেন। আশা করি LM ভাই এখনো সেল করেন নাই তার টার্গেট $০.৪৬ ডলার।