বিষয় ভাই এখানে আরেকটা রয়েছে যেমন বাউনটি রেওয়ার্ডগুলো কিসে দেওয়া হচ্ছে, যদি কোন স্টেবল কয়েন বা ভাল কোন অল্টকয়েনে দেয় তাহলে, escrow করা বাউন্টি গুলো করে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। যদিও পেমেন্টের অবস্থা একদম অল্প হবে।
আর যদি হয় ওই প্রজেক্ট গুলোর টোকেনই escrow করা তাহলে দেখবেন টোকেন লিস্টিং হতে হতেই প্রজেক্টটি স্ক্যামের কাতারে নাম লিখিয়েছে। আমি বলব এখন নতুন যারা আছেন বাউনটি ক্যাম্পেইন এর দিকে নজর না দিয়ে অন্যান্য স্কিল গুলোর দিকে নজর দেন, তাছাড়া যদি ফোরামে ভালো পোস্ট করতে পারেন, তাহলে ফোরামে টাইম দেন পোষ্ট করেন র্যাংকিং আপ করেন, তাহলে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন।
যারা বাউন্টি হান্ট করে, তারা কি থ্রেড ভালো করে পরে? সোজা অথেনটিকেশন পোস্ট ফরমেট কপি করে কাজ শুরু করে দেয়। যতক্ষনে থ্রেড পড়ে শেষ করবে, ততক্ষনে তারা আরো ২ টা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করে পোস্ট করে ফেলতে পারবে। আমিও এক সময় টুকিটাকি বাউন্টির কাজ করেছিলাম। কিন্তু নিজেকে এখন অনেক বোকা মনে হয়। অনেক বেশি হতাশ ছিলাম। আমার মনে হতো আসলে কোনো ক্যাম্পেইন মনে হয় পেমেন্ট করে না। যেগুলো পেমেন্ট করে, তাদের সংখ্যা অনেক কম। আসলেও সেটাই। তবে সিগন্যাচার ক্যাম্পেইন গুলো আগেই পেমেন্ট নিয়ে থাকে এবং প্রতি সপ্তাহে পেমেন্ট করে। অন্যদিকে একটা বাউন্টি ক্যাম্পেইন মিনিমাম ৪ সপ্তাহ রান করে। স্ক্যাম যদি করেও ফেলে, তবুও ঘুরে ফিরে প্রায় ৬ সপ্তাহ পর বুঝা যায় যে এরা স্ক্যামার।