ভাই আজকে একটা নিউজ দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয় ডিজিটাল এসেটস কে মূল্য সংযোজন কর (ভ্যাট) এর আওতা মুক্ত করে দিছে। আমি মনেকরি এটা একটা ভালো খবর আমরা যারা ডিজিটাল এসেটস বা বা ক্রিপ্টো নিয়ে কাজ করি।ভাই এই নিউজটা কি আমাদের ক্রিপ্টো মার্কেটে কোন প্রভাব ফেলতে পারে। আমি দেখলাম থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের এই খবরটার পরপরই বিটকয়েনর মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা আসলে কি কারনে সেটা আমি নিশ্চিত ভাবে বিঝতে পারিনি। আপনার মতামত ব্যক্ত করে আমাকে জানার সুযোগ দিবেন বলে আমি মনেকরি। বারো অসংখ্য ধন্যবাদ।
এরকম হইলে দেখবেন অনেক দেশের লোকজন থাইল্যান্ড ভিজিট করতে শুধুমাত্র তাদের ক্রিপ্টো কারেন্সি ক্যাশ করার জন্য। বেশিরভাগ দেশ গুলো যেখানে ক্রিপ্টো কারেন্সি বৈধ, সেখানে ক্রিপ্টো কারেন্সির ওপর ৩০% এর ওপরে ভ্যাট ট্যাক্স ধার্য করা আছে। যদি কোনো দেশে আপনি কোনো প্রকার ভ্যাট ট্যাক্স দেয়া ছাড়া ক্রিপ্টো ক্যাশ করতে পারেন, তাহলে সেটা কতো ভালো একটা ব্যাপার।
২-৩ লাখ টাকা ক্যাশ করার জন্য তো আর যেয়ে লাভ নাই। যাদের কোটি কোটি টাকার ক্রিপ্টো ক্যাশ করা লাগবে, তারা যদি থাইল্যান্ড ভিজিট করে, তাহলে তো থাইল্যান্ড সরকার লালে লাল। আমার কাছে তো এটা তাদের একটা ট্রিক্স মনে হয়। এতে করে তাদের ট্যুরিজমে অনেক প্রফিট আসবে।