Post
Topic
Board Other languages/locations
বাংলা
by
DYING_S0UL
on 13/02/2024, 14:53:25 UTC
এই অনুবাদটি করতে আমাকে সাহায্য করেছে Learn Bitcoin ভাই।
সাহায্য আর কই করতে পারলাম ভাই?
বিগত কয়েকদিন যাবৎ প্রচুর বিজি থাকার কারনে ফোরামে টোটালি ইনএকটিভ ছিলাম। ফোরামে কোনো প্রকার পোষ্ট করিনি, এমন কি লগ ইন করারও সময় পাইনি। খুব গুরুত্বপূর্ন একটা টপিক ট্রান্সলেশন করেছেন। অরিজিনাল থ্রেড এ আমার পোষ্ট দেখেছেন কি না জানি না। তবে সেখানেও আমি একটু আমার পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ক্যাম্পেইন আছে যাদের পোষ্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি। যারা সেসব ক্যাম্পেইনে পার্টিসিপেট করে, তারা পোষ্ট রিকোয়ারমেন্ট পূরন করতে গিয়ে ফোরামে স্প্যাম করে থাকে। এমন কি ক্যাম্পেইনের পোষ্ট রিকোয়ারমেন্ট কম থাকলেও, ক্যাম্পেইন যদি বেশি পোষ্ট এর জন্য বেশি পেমেন্ট করে, তখন ইউজার রা বেশি পোষ্ট করে। যেটা করতে গিয়ে পোষ্ট এর কোয়ালিটি লো হয়ে যায়। আমার সাথেও এটা ঘটেছে। তবে আমি চেষ্টা করি কোয়ালিটি ধরে রাখার জন্য।

না ভাই আপনি আসলেই অনেক হেল্প করেন। ইন্টারনাল-এক্সটারনাল সব ক্ষেত্রে। শুধুমাত্র অনুবাদেই যে এমন না। আপনি লোকালের সব মেম্বারদের হেল্প করার মনোভাব রাখেন, এটা সবাই জানি।

হয় না ভাই। মাথা খারাপ হয়ে যায়। একজন নরমাল ইউজারের সপ্তাহে ৩০ টা পোস্ট করতেই হিমসিম খেতে হয়। আমার নিজেরই কষ্ট হয়ে যেতো। অনেক সময় পূরণই হতো না। আবার ইদানীং কিছু কিছু ক্যাম্পেইনে দেখতেছি ৬০ পোস্ট প্রতি সপ্তাহে, আমার মতে আপনি যদি ক্রিপ্টো সম্পর্কে এক্সপার্ট না হন তাহলে কোনো ভাবেই ৬০ টা করতে পারবেন না। এতো এক্টিভ টপিক পাবেনই বা কই!! এর এটা তো আর ফেসবুক না যে যা ইচ্ছা কমেন্ট করলেন আর পার পেয়ে গেলেন। একটা কমেন্ট করার আগে ১০ বার ভাবা লাগে।

এতো কাহিনির পরও অনেকেই দেখি ৬০ টা পোস্ট করে। তবে এখানে কোয়ালিটি একদমই মেনটেইন হয়না বা করার মতো পরিস্থিতি থাকেনা।
লো কোয়ালিটি, অনেকসময় সিটপোস্টের কাছাকাছি। অনেকরেই দেখি গ্যাম্বলিং থ্রেডে গিয়ে স্প্যাম করে। কারণ ঐ বোর্ড ভালোভাবে মডারেট হয়না।

আমার কাছে বিষয়টা এমন লাগছে।



অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।
বিটকয়েন টকে বাউন্টি thread  এ সকল বাউন্টি ম্যানেজ করা হয় সে সকল প্রজেক্ট কোথা থেকে সংগ্রহ করা হয়।

এবং কিভাবে একজন ছোট ম্যানেজার বাউন্টি ম্যানেজ করবে প্রজেক্ট সংগ্রহ করবে এবং কিভাবে পরিচালনা করবেন।
কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন উপকৃত হবে আমার মত আরও অনেকে।

আপনি আসলে কি করতে চাচ্ছেন এটা বল্লে বুঝতে সুবিধা হতো। আপনি কি একজন বাউন্টি ম্যানেজার হতে চাচ্ছেন নাকি শুধু জানতে চাচ্ছেন একজন ম্যানেজার কিভাবে বাউন্টি ম্যানেজ করে?

কোনটা?