এতো কাহিনির পরও অনেকেই দেখি ৬০ টা পোস্ট করে। তবে এখানে কোয়ালিটি একদমই মেনটেইন হয়না বা করার মতো পরিস্থিতি থাকেনা।
লো কোয়ালিটি, অনেকসময় সিটপোস্টের কাছাকাছি। আবার পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য অনেকরেই দেখি গ্যাম্বলিং থ্রেডে গিয়ে স্প্যাম করে। ধুমায়ে পোস্ট করে আর এদিকে দেখা যাচ্ছে সে গ্যাম্বলিং এর "গ" ও বোঝে না, লল

। ঐ বোর্ড ভালোভাবে মডারেট করলে হয়তো এমন হতো না।
আমার কাছে বিষয়টা এমন লাগছে। অন্যদের অন্যরকমও লাগতে পারে।
একটা সময় আমিও সপ্তাহে প্রায় ৭০ টা পোষ্ট করেছি। যা আপনি আমার আইডি চেক করলেই বুঝতে পারবেন। প্রায় সারাদিনই অনলাইনে থেকে টপিকে পোষ্ট করতাম। তখন একটা মিক্সার ক্যাম্পেইনে বোনাস সিস্টেম ছিলো যেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম। তবে আমি গেম্বলিং থ্রেড না, পুরো ফোরামেই একটিভ ছিলাম। আমার এবং আরো বেশ কয়েকজন ফোরাম ইউজারদের সাথে কম্পিটিশনের মতো হতো। তখন আমার পোষ্ট এর কোয়ালিটি আসলেই কমে গিয়েছিলো।
হয়তো এখনো আমি লো কোয়ালিটি পোষ্ট করি। কন্তিু নিজের টা আসলে নিজে বুঝা যায় না। যাই হোক, আমার এতো পোষ্ট করার পেছনে আসলে কারন ছিলো অনেক। আমি চাচ্ছিলাম বোনাস পেতে। সেই সময়টায় বিটকয়েনের দাম কম থাকায় সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছি বেশি বিটকয়েন জমানোর। যেটা অনেকটা কাজে দিয়েছে বলা যায়।