Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BD Technical
on 14/02/2024, 06:47:59 UTC


আমি ফোরামের নতুন এটাই আমার প্রথম পোস্ট আমার ইচ্ছা এখান থেকে অনেক উন্নতি করা কিন্তু কিভাবে করব বা কি টাইপের পোস্ট করব সেটা আমি বুঝতে পারতেছি না, আর কোন গুলো সম্পর্কে ভালো জ্ঞান থাকলে আমার ফোরামের র‍্যাঙ্ক উন্নতি করা সম্ভব,  যদি দয়া করে আমাকে সাহায্য করতেন আমার খুব উপকার হত.



BitcoinTalk এ আপনাকে স্বাগত। এখানে আপনাকে ঘিরে রয়েছে অজস্র কিংবদন্তি। একদিকে যেমন রয়েছে অনবদ্য সাফল্য, অন্যদিকে তেমনি রয়েছে অভাবনীয় ব্যর্থতা। BitcoinTalk তৈরি করেছিলেন সাতোশি নাকামোতো। এখানে আমরা দেখেছি বিশ্বের প্রথম exchange, প্রথম altcoin এবং প্রথম ICO। আবার দেখেছি অভাবনীয় Software ত্রুটি, ব্যাপক চুরি এবং অবিশ্বাস্য জালিয়াতি। আপনার কাছেও সুযোগ রয়েছে BitcoinTalk এর ইতিহাসের অংশ হয়ে ওঠার: শুধু কখন আর কিভাবে, সেটা নির্ভর করছে আপনার উপর।


এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলা হরফে লিখতে Google Transliteration tool টি ব্যবহার করতে পারেন। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে। নবাগতদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু লেখা নিচে সংকলিত করা হলো...

১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব

৩. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!

৪. মেরিট সংক্রান্ত ধারণা

৫. ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার

৬. সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়

৭. বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন

বাংলার নিজস্ব sub-forum এর আবেদন - https://bitcointalk.org/index.php?topic=4455886.0

বাংলার নিজস্ব Merit Source এর আবেদন - https://bitcointalk.org/index.php?topic=5277099.0


আপনি এই পোষ্ট ফলো করুন এখানে নতুনদের জন্য অনেক ভালো ভাবে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে.
আশা করি সব কিছু বুঝতে পারবেন।