আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন হয়েও পরপর একসাথে দুইটা পোষ্ট করেছেন যা এই থ্রেড এর রুলস এর সাথে যায়না।
আমি যত টুকু যানি একসাথে কখনো পরপর দুইটা পোষ্ট করা যাবে না।
আপনার মত অভিজ্ঞতা সম্পন্ন ইউজার যদি ভুল করে তাহলে আমাদের মত ছোট ইউজার রা আরো বেশি ভুল করবে এবং তারাও বোর্ড টাকে এলোমেলো করে তুলবে।
শুধু উনি না, ফোরামে অনেক মেম্বার আছে যারা ব্যাসিক রুলসগুলো ভুলে যায়। আমি এমন লিজেন্ডারি মেম্বারকে জানি যিনি সবসময় পিরামিড কোট করে থাকেন। যদিও এটা ফোরাম রুলসে আছে কি না আমার জানা নাই। তবে এই ধরনের মিসটেক আসলে অনেকেই করে থাকেন।
আমি PGP নিয়ে যে টিউটোরিয়াল গুলো লিখেছিলাম, সেগুলো কি বঝার মতো ছিলো? কালকে দেখলাম BitcoinGirl তার থ্রেড এ মজা করে বলছে যে সব নিউবিরা মনে হয় রেংক আপ করে ফেলেছে, নয়তো কেউ পিজিপি পাবলিক কি পোষ্ট করছে না কেনো? যেখানে প্রাইভেট মেসেজ করে করে মেরিট বেগিং করে, তারা কি পারে না টিউটোরিয়াল দেখে হলেও একটা কাজ করে কয়েকটা মেরিট আর্ন করতে?