Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BD Technical
on 15/02/2024, 03:57:13 UTC
আসলে টোকেন বার্ন করার জন্য যে এড্রেসে টোকেন গুলো পাঠানো হয় সেটা বাতিল এড্রেস। এই অ্যাড্রেসগুলোর অ্যাক্সেস কারো কাছে থাকেনা। ফলে এই অ্যাড্রেসে যে টোকেন গুলো যায় তার কখনো ফিরে আসে না। এই অ্যাড্রেসগুলোতে টোকেন থাক আর ডলার থাক আর বিটকয়েন থাক যেটাই থাকুক না কেন সে আর ফিরে আসে না। বা ফিরে আসার সুযোগ থাকে না কারণ এর কোন অ্যাক্সেস কারো কাছে থাকে না তাই এই অ্যাড্রেসগুলোতে যত পরিমান টোকেন থাক না কেন সেগুলো মূল্যহীন।


[
 অভিজ্ঞতা অর্জন করার পর তখন আপনি বাউন্টি ম্যানেজ করার চেষ্টা করুন। তখন আপনি ভালো করতে পারবেন বলে আমি মনে করি। সর্বোপরি বিটকয়েনটকে আমি আপনার সাফল্য কামনা করি।


আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন হয়েও পরপর একসাথে দুইটা পোষ্ট করেছেন যা এই থ্রেড এর রুলস এর সাথে যায়না।

আমি যত টুকু যানি একসাথে কখনো পরপর দুইটা পোষ্ট করা যাবে না।
আপনার মত অভিজ্ঞতা সম্পন্ন ইউজার যদি ভুল করে তাহলে আমাদের মত ছোট ইউজার রা আরো বেশি ভুল করবে এবং তারাও বোর্ড টাকে এলোমেলো করে তুলবে।

যাই হোক আমার কথায় মাইন্ড করবেন না, তবে দয়া করে সবাই রুলস ফলো করুন।
ধন্যবাদ।