শুধু উনি না, ফোরামে অনেক মেম্বার আছে যারা ব্যাসিক রুলসগুলো ভুলে যায়। আমি এমন লিজেন্ডারি মেম্বারকে জানি যিনি সবসময় পিরামিড কোট করে থাকেন। যদিও এটা ফোরাম রুলসে আছে কি না আমার জানা নাই। তবে এই ধরনের মিসটেক আসলে অনেকেই করে থাকেন।
অনিচ্ছাকৃত ভাবেও এমন হতে দেখছি। যেমন ধরেন ১ম আর ৩য় কমেন্ট আমার। ২য় কমেন্ট অন্য আরেক জনের। অনেকসময় দেখা যায় ২য় কমেন্টকারি কমেন্ট ডিলিট করে ফেলে আর প্রথম জনের কমেন্ট গুলো পরপর হয়ে যায়। ঐ ইউজারের ক্ষেত্রে কি হইছে কে জানে, উত্তেজনার ঠেলায় হয়তো খেয়ালই করেনি বা হয়তো রুলসই জানে না।
