মডারেটরদের যে পোস্ট ইডিট করারও এবিলিটি আছে এটা কখনো খেয়াল করিনি আমি। লাল কালির নোট আগেও দেখছি, বাট আগে কখনো রিয়ালাইজ করিনি বিষয়টা। একটা জিনিস খেয়াল করছেন, ঐ ইউজারের পোস্টে "লাস্ট ইডিটেড বাই (মডারেটর)" লেখা আছে?
হ্যাঁ আমি বেশ কয়েকবার দেখেছি কেউ পর পর পোস্ট করলে মডারেটর ২য় পোস্ট ডিলিট করে দিয়ে ১ম পোস্টে এড করেন। হ্যাঁ ভাই, মডারেটর যেহেতু পোস্ট এডিট করেছে এ ক্ষেত্রে মডারেটরের নামই উল্লেখ করা থাকবে।
বিশেষ করে পরপর পোস্ট করা নতুনদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। কারণ তারা যদি একটা পোস্ট করে এর পরবর্তীতে যদি কেউ তারপরে কোন পোস্ট না করে, তাহলে নতুন কোন ইউজার ধৈর্য না করে পর পর নিজেই পোস্ট করে ফেলেন। কিন্তু উপরের ভাইয়ে অনেক দিন ধরেই ফয়ামে রয়েছেন তিনিও পর পর পোস্ট করেছিলো। যাইহোক, পর পোস্ট করা যেহেতু নিয়মের বহিরভুক্ত তাই সকলকে খেয়াল রাখতে হবে পর পর যেন পোস্ট না হয়।
আচ্ছা যদি পোস্ট করার সময় পোস্ট এর সাইজ অনেক বড় হয়ে যায়, তখন যদি একটি পোস্টে যায়গা না হয় যদি পর পর দুটি পোস্ট করার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে কি হবে? কে যেন অনেক দিন আগে অনুবাদ করে এক পোস্টে যায়গা হয়েছিলো না পরপর দুই পোস্ট করেছিলেন। এইভাবে যদি পোস্ট করা হয় তাহলে কি নিয়মের বহিরভুক্ত হয়ে যাবে?