আচ্ছা যদি পোস্ট করার সময় পোস্ট এর সাইজ অনেক বড় হয়ে যায়, তখন যদি একটি পোস্টে যায়গা না হয় যদি পর পর দুটি পোস্ট করার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে কি হবে? কে যেন অনেক দিন আগে অনুবাদ করে এক পোস্টে যায়গা হয়েছিলো না পরপর দুই পোস্ট করেছিলেন। এইভাবে যদি পোস্ট করা হয় তাহলে কি নিয়মের বহিরভুক্ত হয়ে যাবে?
টেকনিক্যালি তো নিয়মের বাহিরে হয়, তবে কিছু কিছু জায়গায় হয়তো এক্সসেপশন রাখা হয়।
উদাহরণ হিসেবে "
Husna's monster topic" টি দেখেন
[Education] Bitcoin Privacy and Anonymity। এই টপিকটা সম্ভবতো এই ফোরামের সবথেকে বড় টপিক। পরপর দুইবার না, এখানে পরপর আটটা পেজেও টপিকটা সম্পূর্ন ধরে নাই। একটু ঢোকেন ভিতরে, মাথা খারাপ হয়ে যাবে। এমন অনেক টপিকই আছে যেগুলো এক্সসেপশন। আবার "
Coin-1" এর এই টপিকটিও সেইম
[TOP-200] Members who support newbies - Thanks!। তো বুঝতেছেনই সবসময় সবজায়গায় নিয়ম খাটে না।
