Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 17/02/2024, 06:00:36 UTC
অনিচ্ছাকৃত ভাবেও এমন হতে দেখছি। যেমন ধরেন ১ম আর ৩য় কমেন্ট আমার। ২য় কমেন্ট অন্য আরেক জনের। অনেকসময় দেখা যায় ২য় কমেন্টকারি কমেন্ট ডিলিট করে ফেলে আর প্রথম জনের কমেন্ট গুলো পরপর হয়ে যায়। ঐ ইউজারের ক্ষেত্রে কি হইছে কে জানে, উত্তেজনার ঠেলায় হয়তো খেয়ালই করেনি বা হয়তো রুলসই জানে না। Tongue
আমার সাথে এরকম হয়েছে আসলে। রাতিমুভ এর কথা মনে আছে আপনার? পরে আমি এটা নিয়ে থ্রেড ও খুলেছিলাম। সেই থ্রেড এ রাতিমুভ এর সাথে আমার একটু তর্ক হচ্ছিলো, পরেরদিন দেখই আমাকে দেয়া সব গুলা রিপ্লাই ডিলেট করে বসে আছে। এবং আমার পোষ্ট গুলো রিপোর্ট মেরে বসে আছে। পরে মোডারেটর আমার সব গুলো পোষ্ট মারজ করে দিয়েছে। কিন্তু অন্যান্য সময়ের মতো আমার মারজ করা পোষ্ট এর নিচে কোনো নোট দেয়নি যে কারণে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম।

মডারেটরদের যে পোস্ট ইডিট করারও এবিলিটি আছে এটা কখনো খেয়াল করিনি আমি। লাল কালির নোট আগেও দেখছি, বাট আগে কখনো রিয়ালাইজ করিনি বিষয়টা। একটা জিনিস খেয়াল করছেন, ঐ ইউজারের পোস্টে "লাস্ট ইডিটেড বাই (মডারেটর)" লেখা আছে?
এইটা কোন কথা? এইটা তো আমার মনে হয় বেশিরভাগ মানুষ খেয়াল করেছে। মোডারেটর পোষ্ট মারজ করলে সব সময় একটা নোট দিয়ে দেয়, যেরকম টা ওপরের পোষ্ট এ করা হয়েছে। তবে মাঝে মাঝে মোডারেটর হয়তো নোট দিতে ভুলে যায়।