Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 21/02/2024, 12:56:22 UTC
রিপলের এর মামলার যে রোড ম্যাপ দেখছি তাতে করে বিটকয়েনে তিনটি হালর্ভিং হওয়ার পরেও যদি বিটকয়েন ১০ লক্ষ ডলার ছাড়িয়ে যায় তাহলেও রিপলের দাম এক ডলার অতিক্রম করবে না মনে হচ্ছে।

ছবিতে যা দেখছেন, এটা মূলত অফিশিয়াল কোনো ষ্টেটমেন্ট না। এটা হচ্ছেেএকটা সারকাজম পোষ্ট। মামলা নিয়ে কি হবে, কি হবে না, সেটা আগে থেকেই কেউ জানে না। আর এসব পোষ্ট সিরিয়াসলি নেয়ার কোনো প্রয়োজন নাই। রিপল অনেকদিন ধরেই স্ট্রাগল করে যাচ্ছে। ইথেরিয়ামেরও আগে রিপল মারকেটে আসে। এখন কম্পেয়ার করে দেখেন যে ইথেরিয়াম কোথায়, আর রিপল কোথায়। আমার জানামতে বিটালিক ভুটেরিন রিপলে জব করার সুযোগ পেয়েছিলো।

যাই হোক, ক্রিপ্টো ইনভেষ্টমেন্ট আগেও রিস্কি ছিলো, এখনো রিস্কি আছে। তবে সব কিছু পাশ কাটিয়ে যারা ইনভেষ্ট করে, তারা শুধুমাত্র প্রফিটের জন্যই করে না। ক্রিপ্টো জার্নি একটা এ্যাডভেন্চারের মতো। ইনভেষ্ট করবেন, চিন্তায় থাকবেন, আবার খুশি হবেন। এটা একটা সাইকেলে পরিনত হবে।