যাই হোক, ক্রিপ্টো ইনভেষ্টমেন্ট আগেও রিস্কি ছিলো, এখনো রিস্কি আছে। তবে সব কিছু পাশ কাটিয়ে যারা ইনভেষ্ট করে, তারা শুধুমাত্র প্রফিটের জন্যই করে না। ক্রিপ্টো জার্নি একটা এ্যাডভেন্চারের মতো। ইনভেষ্ট করবেন, চিন্তায় থাকবেন, আবার খুশি হবেন। এটা একটা সাইকেলে পরিনত হবে।
ভাই সাইকেলে উদাহরণ যখন দিলেন তখন বলতে হচ্ছে যে কিপটে ইনভেস্ট করা মানে মাঝে মাঝে মনে হবে যে সাইকেল চাকা একটা নাই। তারপরে কখনো সাইকেলের হ্যান্ডেল ছাড়াই আপনার সাইকেল পরিচালনা করছেন বা চালাচ্ছেন সামনেও কিছু দেখতে পাচ্ছেন না আশেপাশেও কিছু দেখতে পাচ্ছেন না । অন্ধকারের মধ্যে সাইকেল চালায়ে যাচ্ছেন একটা অন্ধকারের মধ্যে কিছুটা। যদিও যারা একটু জানে বেশি বা যারা রিচার্জ করে এদের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যারা নতুন বা বেশিরভাগ মানুষ ইনভেস্ট করে কোন কিছু না বুঝেই।