ভাই সাইকেলে উদাহরণ যখন দিলেন তখন বলতে হচ্ছে যে কিপটে ইনভেস্ট করা মানে মাঝে মাঝে মনে হবে যে সাইকেল চাকা একটা নাই। তারপরে কখনো সাইকেলের হ্যান্ডেল ছাড়াই আপনার সাইকেল পরিচালনা করছেন বা চালাচ্ছেন সামনেও কিছু দেখতে পাচ্ছেন না আশেপাশেও কিছু দেখতে পাচ্ছেন না । অন্ধকারের মধ্যে সাইকেল চালায়ে যাচ্ছেন একটা অন্ধকারের মধ্যে কিছুটা। যদিও যারা একটু জানে বেশি বা যারা রিচার্জ করে এদের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু যারা নতুন বা বেশিরভাগ মানুষ ইনভেস্ট করে কোন কিছু না বুঝেই।
কিপটেমি করে ইনভেষ্ট করে আর কয় টাকা ইনভেষ্ট করা যাবে ভাই? আর আপনার লেখা পড়ার পর আমার মুখে অজান্তেই একটা হাসি চলে আসছে। আপনি কোন সাইকেল মনে করছেন কে জানে। এ সাইকেল মানে চক্র। তবে আপনি যে সাইকেলের কথা বললেন, তাও আবার চাকা ছাড়া, আসলেই এটা এপিক ছিলো ভাই। হাসাইছেন ভালো ভাবেই। আমি কখনোই বলবো না ক্রিপ্টোতে ইনভেস্ট করা অন্ধকারে সাইকেল চালানোর মতো। তাহলে শেয়ার বাজারের কথা কি বলবেন? শেয়ার বাজারে তো একই অবস্থা।
যাই হোক, নতুন রা একবারে কিছুই না যেনে ইনভেষ্ট করে না। নতুনদের সমস্যা হলো ওনারা যেহেতু নতুন, ওনারা পুরাতন লোকেদের মতামত জানতে চায় এবং সেখানেই ধরা খেয়ে যায়। আমি গত বুল রানে নতুন ছিলাম বলা চলে। সেই বুল রানে আমি বেশ লস করে ফেলেছি। এর কারন হলো, আমি ধরেই নিয়েছিলাম যে, যেহেতু প্ল্যান বি বলেছে, তার মানে বিটকয়েন ১ লাখ ডলারে যাবেই।