Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Negotiation
on 23/02/2024, 06:34:19 UTC
কিপটেমি করে ইনভেষ্ট করে আর কয় টাকা ইনভেষ্ট করা যাবে ভাই? আর আপনার লেখা পড়ার পর আমার মুখে অজান্তেই একটা হাসি চলে আসছে। আপনি কোন সাইকেল মনে করছেন কে জানে। এ সাইকেল মানে চক্র। তবে আপনি যে সাইকেলের কথা বললেন, তাও আবার চাকা ছাড়া, আসলেই এটা এপিক ছিলো ভাই। হাসাইছেন ভালো ভাবেই। আমি কখনোই বলবো না ক্রিপ্টোতে ইনভেস্ট করা অন্ধকারে সাইকেল চালানোর মতো। তাহলে শেয়ার বাজারের কথা কি বলবেন? শেয়ার বাজারে তো একই অবস্থা।

যাই হোক, নতুন রা একবারে কিছুই না যেনে ইনভেষ্ট করে না। নতুনদের সমস্যা হলো ওনারা যেহেতু নতুন, ওনারা পুরাতন লোকেদের মতামত জানতে চায় এবং সেখানেই ধরা খেয়ে যায়। আমি গত বুল রানে নতুন ছিলাম বলা চলে। সেই বুল রানে আমি বেশ লস করে ফেলেছি। এর কারন হলো, আমি ধরেই নিয়েছিলাম যে, যেহেতু প্ল্যান বি বলেছে, তার মানে বিটকয়েন ১ লাখ ডলারে যাবেই।

ভাই এখানে সাইকেল বলতে আমি পথ পরিচালনা করার জন্য যে সকল সাইকেলের কথা বোঝানো হয় আমি সেগুলাকে উল্লেখ করেছি। এটা আমি জানি না যে এই বিষয়ে আপনি আমার সাথে একমত হবেন কিনা, তার কারণ ভালোভাবে সাইকেল পরিচালনা না করতে পারলে যেমন রাস্তাতে ভালোভাবে চলা যায় না।  ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঠিক তখন দেখা যায় যে আপনি ভালোভাবে ইনভেস্ট করেছেন কিন্তু ঠিক সেটা উল্টো হয়ে গেছে। 

ভাই এখানে হচ্ছে শুধু ভুলটা আপনার না অনেকে এরকম ভুল করে থাকে, আমি যতদূর জানি ট্রেডিং বিষয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ১০% থেকে ১৫% শতাংশ এমন তেমন হতে পারে কিন্তু অনেক বিষয় আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তবে এবারের ধাক্কায় বিটকয়েন ১ লক্ষ  ক্রস করতেছে এটা শিওর থাকেন।

ভাই যারা আসলে এপভিত্তিক কয়েন গুলোতে ইনভেস্ট করে দিন শেষে তারা সব থেকে বেশি মারাটা খায়, কারণ হচ্ছে এখানে শুধু এপটা লক করে দিলেই আর কোন কিছু করার থাকে না এবং ফান্ডগুলো স্ক্যামারের হাতে চলে যায়।