Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 23/02/2024, 09:44:04 UTC
অন্য মানুষের নাম কপি?

আপনিও চাইলে theymos123 দিয়ে একটা একাউন্ট খুলে ফেলতে পারেন  Cheesy
অথবা আমিও Little Mouse সিক্সটি নাইন নামে একটা খুলে ফেলবো। কেমন হবে?

ভাই এখানে হচ্ছে শুধু ভুলটা আপনার না অনেকে এরকম ভুল করে থাকে, আমি যতদূর জানি ট্রেডিং বিষয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ১০% থেকে ১৫% শতাংশ এমন তেমন হতে পারে কিন্তু অনেক বিষয় আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তবে এবারের ধাক্কায় বিটকয়েন ১ লক্ষ  ক্রস করতেছে এটা শিওর থাকেন।

আপনি ধরে আছেন ১ লাখ ডলার। আর এদিকে প্ল্যান বি বলছে যে বিটকয়েন ৫ লাখ ডলার ক্রস করবে। এবার তার কথা শুনে যদি কেউ ইনভেষ্ট করে বসে থাকে যে কখন বিটকয়েন ৫ লাখ ডলারে যাবে, তাহলে কিন্তু আস্তে করে একটা মারা খেয়ে যাবে। যারা এই ধরনের প্রেডিকশন করে, আমাদের বুঝা উচিৎ যে সেগুলো শুধুমাত্র প্রেডিকশন। অন্য কিছু না। ওনারা তো চাইলেই মারকেট মুভমেন্ট চেন্জ করতে পারবে না। এসব প্রেডিকশন মূলত মানুষের কনফিডেন্স বুষ্ট করে।