আপনি ধরে আছেন ১ লাখ ডলার। আর এদিকে প্ল্যান বি বলছে যে বিটকয়েন ৫ লাখ ডলার ক্রস করবে। এবার তার কথা শুনে যদি কেউ ইনভেষ্ট করে বসে থাকে যে কখন বিটকয়েন ৫ লাখ ডলারে যাবে, তাহলে কিন্তু আস্তে করে একটা মারা খেয়ে যাবে। যারা এই ধরনের প্রেডিকশন করে, আমাদের বুঝা উচিৎ যে সেগুলো শুধুমাত্র প্রেডিকশন। অন্য কিছু না। ওনারা তো চাইলেই মারকেট মুভমেন্ট চেন্জ করতে পারবে না। এসব প্রেডিকশন মূলত মানুষের কনফিডেন্স বুষ্ট করে।
ভাই মার্কেট প্লেসে তো আসল খেলা শুরু হয় দুইভাবে, যখন দাম অনেক কমে যায় তখন, এবং যখন দাম অনেক বেশি হয় তখন। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা প্রতিষ্ঠানিকভাবে খেলে এরা সবথেকে বেশি প্রফিট করে আর এদের মুভমেন্ট বোঝা সবথেকে বেশি কঠিন। এখানে আমার মতে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাকেট ম্যানুপুলেট করা সম্ভব না, যত সময় মার্কেট ম্যানুপুলেট হয়েছে সবসময়ই সম্মিলিতভাবে হয়েছে।
ভাই এবার আসি প্রেডিকশনের কথাই, এর আগের বার বিটকয়েন যখন সর্বোচ্চ প্রাইস অতিক্রম করেছিল তখন তার রেজিস্টেন্সি লেভেল ছিল $80k, যেটা সে অতিক্রম না করেই নিচের দিকে নামতে শুরু করেছিল । এখন এখানে বড় বিষয় হচ্ছে, যখন বিটকয়েন কোনভাবে এখন যদি $80k অতিক্রম করে এবং কিছুটা সময় স্থির থাকে, তাহলে বাকিটা যারা ইন্ডাস্ট্রি থেকে ইনভেস্ট করবে তারাই প্রাইস বাড়িয়ে দেবে। যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট টাইম বা অল্প সময়ে বেশি প্রফিট করাতেই বেশি গুরুত্ব দিয়ে থাকি ভাই এখানে একেবারে এক্সপার্ট না হয়ে শর্ট টাইমে প্রফিট নেওয়ার চিন্তা করা বোকামি।
এখন মার্কেটে যদি খুব খারাপ ধরনের কোন সংবাদ না আসে তাহলে আশা করা যায় আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে $80k অতিক্রম করতে পারে।