কিপটেমি করে ইনভেষ্ট করে আর কয় টাকা ইনভেষ্ট করা যাবে ভাই? আর আপনার লেখা পড়ার পর আমার মুখে অজান্তেই একটা হাসি চলে আসছে। আপনি কোন সাইকেল মনে করছেন কে জানে। এ সাইকেল মানে চক্র। তবে আপনি যে সাইকেলের কথা বললেন, তাও আবার চাকা ছাড়া, আসলেই এটা এপিক ছিলো ভাই। হাসাইছেন ভালো ভাবেই। আমি কখনোই বলবো না ক্রিপ্টোতে ইনভেস্ট করা অন্ধকারে সাইকেল চালানোর মতো। তাহলে শেয়ার বাজারের কথা কি বলবেন? শেয়ার বাজারে তো একই অবস্থা।
যাই হোক, নতুন রা একবারে কিছুই না যেনে ইনভেষ্ট করে না। নতুনদের সমস্যা হলো ওনারা যেহেতু নতুন, ওনারা পুরাতন লোকেদের মতামত জানতে চায় এবং সেখানেই ধরা খেয়ে যায়। আমি গত বুল রানে নতুন ছিলাম বলা চলে। সেই বুল রানে আমি বেশ লস করে ফেলেছি। এর কারন হলো, আমি ধরেই নিয়েছিলাম যে, যেহেতু প্ল্যান বি বলেছে, তার মানে বিটকয়েন ১ লাখ ডলারে যাবেই।
ভাই কি কিপটে ইনভেস্টমেন্ট বলল নাকি ক্রিপ্টোতে ইনভেসমেন্ট বলল

তারপরেও ভাই আপনার এই কিপ্টেমি কোথা থেকে আমার মনে পড়ল বর্তমানে আমি এই কিপ্টেমি ইনভেস্টমেন্ট করেই মানে প্রতি সপ্তাহে ১০ ডলার অথবা মাসে ৪০ ডলার ইনভেস্টমেন্ট করে অবশ্যই ভাই বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে আমি মোটামুটি এখন লাভের মুখ দেখতেছি, যদিও আমি এই লাভের আশায় এখানে ইনভেস্টমেন্ট করিনি আমার স্বপ্ন হিউজ যেটা মানুষ হয়তো বিটকয়েন যখন ২-৩০০ ডলারের ছিল তারা বর্তমান প্রাইস কল্পনাও করতে পারেনি।
করতেছি ভাই লং টার্মের জন্য হোল্ডিং এখানে আর হাত দেবো না মানুষ যেমন স্বর্ণ কিনে গচ্ছিত রেখে দেয়, আমি বিটকয়েন এড অপশন করে তেমন ভাবে রেখে দেবো। দেখি আজ থেকে ১০ বা ৮ বছর পরে কি অবস্থা হয়।
আমি আর একটা জিনিস শেয়ার করতে চাইছে আপনি যেমন শুরুর দিকে বুল রানে বেশ লস খেয়েছেন আমারও ঠিক তেমনি অবস্থা, আমি যখন ক্রিপ্ত ইনভেসমেন্ট জার্নি স্টার্ট করি তখন বুল রান চলছে, আর তখনই আমি বিটিসি এবং কয়েক ধরনের টোকেন ইনভেস্টমেন্ট করেছিলাম মোটামুটি বলতে গেলে তখনকার হিসেবে আমার জন্য একটা বরণ ইনভেসমেন্ট ছিল, বিএনবি এবং SLP token এও একটা বড় ইনভেস্টমেন্ট করেছিলাম বর্তমানে বিএনবি এবং বিটকয়েন নিয়ে আশায় আছি তবে, এই
SLP টোকেন নিয়ে আমার ভিতরে আর কোন আশা নাই। শুরুর দিকে আমরা মার্কেট না বুঝেই ঝাঁপিয়ে পরি অন্যদের দেখে আর এটাই আমাদের সবচাইতে বড় ভুল হয়।