LM ভাই আপনার ইনভেস্টমেন্ট কতদূর?
খুবই খারাপ বলতে হবে। এখনো স্টেপ-১ শেষ করা হল না। ENJ গেমিং সেক্টরে অন্যতম সেরা কয়েন এবং কিছুদিন আগেই তারা মেইননেট শুরু করল। তবুও কোন রকম প্রভাব এর দামে পড়ল না। যাই হোক, আমার এই প্ল্যান দীর্ঘমেয়াদী তবে বুলরানের আগে যদি ২/৩টা স্টেপ সম্পন্ন করতে পারতাম তাহলে বুলরানের সময় কাজটা সহজ হইত।