অন্য মানুষের নাম কপি?
আপনিও চাইলে theymos123 দিয়ে একটা একাউন্ট খুলে ফেলতে পারেন

অথবা আমিও Little Mouse সিক্সটি নাইন নামে একটা খুলে ফেলবো। কেমন হবে?
কে জানি ইউজার নেম রাখসিল (amrbapmurgichor), এটা মনে পড়ে?

তারপর আবার আপনার নাম নিয়ে যে কাহিনি হলো কিছুদিন আগে ভাইরে ভাই। যাই হোক তিনি মনে হয় কোনো অল্ট/মাল্টি একাউন্ট, কারণ আইডি খুলতে না খুলতেই তিনি অনেক ফোরাম সচেতন কথাবার্তা শুরু করে দিয়েছেন।
LM ভাই আপনার ইনভেস্টমেন্ট কতদূর?
DYING_S0UL ধুর মিয়া অ্যাক্টিভ হয়ে যান, অভিনন্দন

ফ্যামিলি সংক্রান্ত কারণে একটু দোড়াদৌড়ির মধ্যে ছিলাম/আছি। তাই আসতে পারিনি। তার উপর আবার নতুন একটা অনুবাদ শুরু করছি দুইদিন আগে, সেটা নিয়েই মূলত পড়ে আছি।
[....]
অনেক কষ্ট হইছে ভাই

, সারাদিন ফোরামে এক্টিভ থাকতাম, সারাটা দিন। ফুল মেম্বারে যখন উঠছিলাম তখনও এমন হইছিল। এক্টিভিটি হওয়ার আগেই মেরিট হয়ে গেছিলো।