Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 24/02/2024, 15:04:55 UTC
অনেক কষ্ট হইছে ভাই Smiley, সারাদিন ফোরামে এক্টিভ থাকতাম, সারাটা দিন। ফুল মেম্বারে যখন উঠছিলাম তখনও এমন হইছিল। এক্টিভিটি হওয়ার আগেই মেরিট হয়ে গেছিলো।
ভাই এই কষ্টটাই হয়তো বড় কষ্ট। আপনার মত আমিও আইটকা আছিলাম আমি ফুল মেম্বারের এক্টিভিটি হওয়ার আগেই আমার ফুল মেম্বার এর মেরিট উপার্জিত হইছিল। যারা এই পরিস্থিতির মধ্যে পড়ছে তারা হয়তো খুবই অস্বস্তি বোধ করে। হয়তো আমাদের এই থ্রেডের আরেকজন সদস্য @LB ভাই সে এই অস্বস্তির মধ্যে রয়েছে তারও হিরো সদস্য এক্টিভিটি হওয়ার আগে হিরো সদস্যের প্রয়োজনের মেরিট উপার্জন কইরা ফেলছে। আমি প্রতিদিন অপেক্ষা করতাম যে কখন আমার অ্যাক্টিভিটি বাড়বে এবং ফুল মেম্বার হমু তবে এখন ইনশাআল্লাহ ফুল মেম্বার হইয়া গেছি।  Grin

আপনার নতুন রেঙ্ক আপের জন্য অভিনন্দন @DYING_S0UL আমাদের বাংলা থ্রেডে আরো একজন সিনিয়র সদস্য হইলো। আশা করি আপনি আপনার হিরো সদস্যের অ্যাক্টিভিটি হওয়ার আগেই হিরো সদস্যের জন্য পর্যাপ্ত মেরিট উপার্জন করতে সক্ষম হন। Cheesy