ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন? আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?
আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।
হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।
সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
যাক আপনি তাও অন্তত ৫০% ধরে রাখতে পেরেছেন আমি তো তাও রাখতে পারিনি। বাস্তব জীবনটা অনেক কঠিন ভাই। যতদিন বাবার হোটেলে খাওয়া যায় ততদিন বাস্তবতা বোঝা যায় না। একটা জিনিস পাইতে দেরি হলে বাবাকে বলতাম যে কেনো দেরি হয় দিতে। আর এখন ইনকাম করতে কম করি না অনেক সেভ করে চলার চেষ্টা করি কিন্তু তবুও সেভ করতে পারি না। দেখা যায় যখন পরিকল্পনা করি যে বিটকয়েন হোল্ড করবো তখন আরো বেশি জরুরি হয়ে পড়ে টাকার। এর জন্য আমাদের হোল্ডিং করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তবে এটা শুনে ভালো লাগলো যে আপনি ৫০% সেভ করতে পেরেছেন।
বিটকয়েনের দাম যখন ১৫ হাজারের ঘরে নামলো তখন চিন্তা করলাম যে এর দাম ১৩ এর নিচে আইলে কিনবো। এমনও পরিকল্পনা করেছিলাম যে বাবার কাছে থেকে কিছু টাকা নিয়ে আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে জীবনের একটা স্বপ্ন পূরণ করবো ১ বিটকয়েন কিনে। তবে সে সুযোগ আর হয়ে উঠলো না। দেখতে দেখতে বিটকয়েনের দাম ১৫ হাজারের ঘর থেকে ৫২ হাজারে উঠে আসলো। শুধু চেয়ে চেয়ে দেখলাম। সামনে যে আরো কত কিছু দেখতে হবে..! তবে সামর্থ্য নাই তাই শুধু দেখেই যাই। আপনি যেহেতু বিটকয়েন সেভ করেছেন কিছু সেগুলো যতসম্ভব ধরে রাখেন অতি প্রয়োজন না হলে বিক্রি কইরেন না ভাই