Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 27/02/2024, 11:56:40 UTC
তবে সামর্থ্য নাই তাই শুধু দেখেই যাই। আপনি যেহেতু বিটকয়েন সেভ করেছেন কিছু সেগুলো যতসম্ভব ধরে রাখেন অতি প্রয়োজন না হলে বিক্রি কইরেন না ভাই

আমি যেমনটা বলেছি, বিটকয়েন কিনে হোল্ড করে যদি লস করেন, সেটার জন্য বিপদে পড়তে হতে পারে। যেহেতু আপনার ফোরাম থেকে বিটকয়েন ইনকাম করার একটা উপায় আছে, আপনি কিন্তু চাইলে সেটার সঠিক ব্যাবহার করতে পারেন। প্রতি সপ্তাহে যেই পেমেন্ট পাচ্ছেন, সেটা খরচ না করে হোল্ড করতে পারেন। যতটুকু দরকার শুধু ততটুকুই খরচ করবেন। বাকিটা সেভ করার চেস্টা করেন। একটা সময় দেখবেন আপনার ভালো একটা হোল্ডিং হয়ে গেছে।

আমি কাউকেই সাজেশন করবো না যে আপনি কোনো কিছু সেল করে সেই টাকা দিয়ে বিটকয়েন কিনেন। কারণ, বিটকয়েন কখন কি করবে তা কেউ জানে না। তবে আপাতত বিটকয়েনের প্রাইস দেখে মনে হচ্ছে আমরা বুল রানে এন্ট্রি নিয়ে ফেলেছি।

আপনি তো পরের র‍্যাংক এর খুব কাছে চলে আসছেন। আপনাকে মেসেজ করবো ভেবেছিলাম। আপনার কিছু ভালো পোস্ট এর তালিকা করে আমাকে প্রাইভেট মেসেজে দিতে পারবেন? তাহলে একটু হেল্প হতো আরকি।