Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 27/02/2024, 12:56:37 UTC
খুবই খারাপ বলতে হবে। এখনো স্টেপ-১ শেষ করা হল না। ENJ গেমিং সেক্টরে অন্যতম সেরা কয়েন এবং কিছুদিন আগেই তারা মেইননেট শুরু করল। তবুও কোন রকম প্রভাব এর দামে পড়ল না। যাই হোক, আমার এই প্ল্যান দীর্ঘমেয়াদী তবে বুলরানের আগে যদি ২/৩টা স্টেপ সম্পন্ন করতে পারতাম তাহলে বুলরানের সময় কাজটা সহজ হইত।
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।


ওরে মার্কেট!! বিটকয়েন দেখি পাগলা ঘোড়ার মতো ছুটছে। প্রায় $৫৯কে প্লাস উঠছিলো। বিটকয়েন যেভাবে বাড়ছে তাতে মনে হয় হালভিং এর আগেই সর্বোচ্চ দাম অতিক্রম করবে। বুলরান এর আগেই আমারা বোনাস বুলরান পেয়ে গেলাম নাকী।  Shocked