Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Little Mouse
on 28/02/2024, 03:11:46 UTC
ভাই আপনার জন্য শুভ দিন আসতে চলেছে। আজকে মার্কেটে দেখলাম (ENJ) কয়েন $০.৪০ হিট করেছিলো। মনে হয় আপনার ১ম স্টেপ শিগ্রই শেষ হয়ে যাবে। শুভকামনা রইলো ভাই ২-১ মধ্যে জানি স্টেপ শেষ হয়।
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।