স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।
আমিও অল্প কিছু ইনভেষ্ট করেছিলাম। আর আমার বায়িং প্রাইস ছিলো ০.৩০ সেন্ট এর মতো। এখন দাম ৪০ সেন্ট। বেশ কয়েকবার ৩০ সেন্ট এর নিচে ছিলো প্রাইস, তবুও আর ডিসিএ করি নাই। যাই হোক, আমি কতো তে টার্গেট ঠিক করবো বুঝতে পারছি না। আমি তো ভাবছি মিনিমাম ৫ এক্স না দিলে এটা আপাতত সেল করবো না। আরেকটা ব্যাপার হলো বিটকয়েন নিয়ে আমাদের থ্রেড এ তেমন কোনো আলোচনা হচ্ছে না। আমরা কি অলরেডি বুল রানে প্রবেশ করে ফেলেছি?
বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?