বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?
প্রাইজ মুভমেন্ট দেখে তো মনে হচ্ছিল আজকেই বিটকয়েন এর বিগত অলটাইম হাই প্রাইস কে ক্রস করে ফেলবে কিন্তু এখন খবর পেলাম যে ক্রিপ্ত জগতের অন্যতম বৃহত্তম একটা একচেঞ্জার কয়েনবেস ক্র্যাশ করতে যাচ্ছে নাকি ক্রাশ করেছে সামথিং লাইক দিস,
ভাইরে ভাই এইসব নিউজ দেইখা কলিজার ভেতর থেকে পানি উড়ে যায়। সেন্ট্রালাইজ এক্সেঞ্জার গুলো যে বাটপার এবং এদেরকে যে বিশ্বাস করা যাবে না এটা আরেকবার প্রমাণ হয়ে গেল এফ টি এক্স ঘটনার পর।
আমার বর্তমানে এক হাজার ডলারের মতন সেন্ট্রালাইজ একজন যার বাইনান্সে ছিল আমি ভাবতেছি এটাকে ট্রান্সফার করে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে রেখে দিব অতি শীঘ্রই। যদিও নিউজটি একদম কনফার্ম হয়নি তারপরও সন্দেহজনক।