বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?
ভাই যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে গতকালকে দেখলাম ৬৪কে প্লাস হয়েছিলো, আমারও মনে হয় খালি হওয়ার আগেই বিটকয়েনের সর্বোচ্চ দাম অতিক্রম করতে পারে। যদি এই বছরে বিটকয়েনের দাম ১০০কে হয়ে যায়, তাহলে আগামীবছর কত হতে পারে ভেবে দেখছেন? আগামী বছর তো তাইলে ১৫০-২০০কে হয়ে যাবে। দেখা যাক মার্কেটের কি অবস্থা হয়।
বিটকয়েন যারা হোল্ড করেছিলো তাদের বর্তমান অবস্থা এমন

আর ভাই যারা ২০২৩ সালে কম দামে অবহেলা বা আরো দাম কমার আশায় বিনিয়োগ করেন নাই বর্তমানে তাদের অবস্থা
