আমি যেমনটা বলেছি, বিটকয়েন কিনে হোল্ড করে যদি লস করেন, সেটার জন্য বিপদে পড়তে হতে পারে। যেহেতু আপনার ফোরাম থেকে বিটকয়েন ইনকাম করার একটা উপায় আছে, আপনি কিন্তু চাইলে সেটার সঠিক ব্যাবহার করতে পারেন। প্রতি সপ্তাহে যেই পেমেন্ট পাচ্ছেন, সেটা খরচ না করে হোল্ড করতে পারেন। যতটুকু দরকার শুধু ততটুকুই খরচ করবেন। বাকিটা সেভ করার চেস্টা করেন। একটা সময় দেখবেন আপনার ভালো একটা হোল্ডিং হয়ে গেছে।
আমি কাউকেই সাজেশন করবো না যে আপনি কোনো কিছু সেল করে সেই টাকা দিয়ে বিটকয়েন কিনেন। কারণ, বিটকয়েন কখন কি করবে তা কেউ জানে না। তবে আপাতত বিটকয়েনের প্রাইস দেখে মনে হচ্ছে আমরা বুল রানে এন্ট্রি নিয়ে ফেলেছি।
হেই ভাই! আমি তো একটা মিসটেক করে ফেলছি গত পরশু বিটকয়েন 56k যখন ছিল তখন আমি আমার হোল্ড করা বিটকয়েন এর মধ্যে ৪০০ ডলার সেল দিয়েছিলাম ভেবেছিলাম আবার তো নিচে নামবেই সেল দিয়ে আবার ৫০কে তে বাই অর্ডার দিয়েছিলাম, এখন দেখি বিটকয়েন গতকালকে ম্যাজিক দেখালো। আমার ওই ৪০০ ডলার ভাঙ্গার কোন ইচ্ছা নাই আবারো বিটকয়েনে ইনভেস্ট করার ইচ্ছা রয়েছে। এখন ভাই আমি কি করবো সেটাই বুঝতেছিনা এখনি কিনে রাখবো নাকি আবার কিছুদিন ওয়েট করবো, যদিও আমার মনে হচ্ছে ওয়েট করাই ভালো হবে কারণ এত তাড়াতাড়ি পাম্প দিয়েছে যেহেতু।
আমারও তো তাই মনে হচ্ছে যে বিটকয়েন বুল রানে ঢুকে পড়েছে, তবে হিস্টরি কি চেঞ্জ করে দিল, হাল্ভিং সিজন আসার পূর্বেই অলটাইম হাই প্রাইস টাচ করবে?
@Z_MBFM +1 এবং অভিনন্দন।
