Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 29/02/2024, 12:44:06 UTC
⭐ Merited by Xal0lex (2) ,DYING_S0UL (1)
@Z_MBFM ভাই +1 এবং অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ ভাই। আল্লাহর ইচ্ছা আর আপনাদের সহযোগিতা সব মিলা আমি Sr Member র‍্যাংকে যেতে পেড়েছি।

Z_MBFM কংগ্রাচুলেশন ভাই আপনি ফুল মেম্বার থেকে এসআর মেম্বার হওয়ার জন্য। সামনে দিকে এগিয়ে যান ভাই আপনার এই  পজিশনে আসার পথটা অনেক দিনের সাধনা। আশা করি আমাদের মাঝে আরো ভালো কিছু শেয়ার করে সাহায্য সহযোগিতা করে আমাদের সাথে নিয়ে এগিয়ে যাবেন ভাই।
আপনাকেউ অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ভাই তেমন কিছু জানিনা পাড়িও না। ক্রিপ্টো দুনিয়ায় অনেক কিছু আছে যার ১% আমি জানি কি না জানি না। তবে যতটুকু জানি সবাইকেই জানানোর চেষ্টা করি। চেষ্টা করেন আপনিও একদিন বড় র‍্যাংকে যাবেন।



আজকে Sr Member র‍্যাংক অতিক্রম করতে পেড়ে আমি সত্যিই অনেক আনন্দিত আমি আশা করেছিলাম না যে এতো তারাতারি Sr member র‍্যাংক এ আসতে পাড়বো। আমাদের বাংলাদেশ বোর্ড এখন অনেকটা এক্টিভ এবং এখানে অনেকেই আছেন যারা যথেষ্ট হেল্পফুল আমি কারো নাম মেনশন করলাম না এটা সবাই জানে যে কে কে হেল্পফুল। যাইহোক সবার সহযোগিতার ফলেই বাংলা বোর্ডে অনেকগুলো একাউন্ট ভালো ভালো র‍্যাংক অর্জন করতে পেড়েছে। সবার একতাবদ্ধতা যেনো সবসময় থাকে এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে