Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Negotiation
on 29/02/2024, 14:16:34 UTC
1
আজকে Sr Member র‍্যাংক অতিক্রম করতে পেড়ে আমি সত্যিই অনেক আনন্দিত আমি আশা করেছিলাম না যে এতো তারাতারি Sr member র‍্যাংক এ আসতে পাড়বো। আমাদের বাংলাদেশ বোর্ড এখন অনেকটা এক্টিভ এবং এখানে অনেকেই আছেন যারা যথেষ্ট হেল্পফুল আমি কারো নাম মেনশন করলাম না এটা সবাই জানে যে কে কে হেল্পফুল। যাইহোক সবার সহযোগিতার ফলেই বাংলা বোর্ডে অনেকগুলো একাউন্ট ভালো ভালো র‍্যাংক অর্জন করতে পেড়েছে। সবার একতাবদ্ধতা যেনো সবসময় থাকে এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে

অভিনন্দন @Z_MBFM সিনিউর মেম্বার হবার জন্যে, যাক শেষ পর্যন্ত আমরা আরো একজকে আমরা Sr Member পেলাম আমাদের কমুনিটিতে, আগামীতে হয়তো আমরা আরো বেশ কিছু মানুষকে ভালো অবস্থানে দেখতে পাবো আশা করি।