Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 01/03/2024, 11:48:46 UTC
হেই ভাই! আমি তো একটা মিসটেক করে ফেলছি গত পরশু বিটকয়েন 56k যখন ছিল তখন আমি আমার হোল্ড করা বিটকয়েন এর মধ্যে ৪০০ ডলার সেল দিয়েছিলাম ভেবেছিলাম আবার তো নিচে নামবেই সেল দিয়ে আবার ৫০কে তে বাই অর্ডার দিয়েছিলাম, এখন দেখি বিটকয়েন গতকালকে ম্যাজিক দেখালো। আমার ওই ৪০০ ডলার ভাঙ্গার কোন ইচ্ছা নাই আবারো বিটকয়েনে ইনভেস্ট করার ইচ্ছা রয়েছে। এখন ভাই আমি কি করবো সেটাই বুঝতেছিনা এখনি কিনে রাখবো নাকি আবার কিছুদিন ওয়েট করবো, যদিও আমার মনে হচ্ছে ওয়েট করাই ভালো হবে কারণ এত তাড়াতাড়ি পাম্প দিয়েছে যেহেতু।
আমারও তো তাই মনে হচ্ছে যে বিটকয়েন বুল রানে ঢুকে পড়েছে, তবে হিস্টরি কি চেঞ্জ করে দিল, হাল্ভিং সিজন আসার পূর্বেই অলটাইম হাই প্রাইস টাচ করবে?

এই ভুল টা মনে হয় সবাই করে ভাই। অনেকেই ভাবে যে বিটকয়েন নিশ্চই আবার কারেকশন করবে আর সেই সুযোগে আমি বায় ব্যাক করবো। অনেক সময় এরকম টা হয়, আবার অনেক সময় এরকম টা আসলে হয় না। তখন দেখা যায় আমরা হিউজ পাম্প মিস করে ফেলি। যেটা হয়ে গেছে, সেটার জন্য আপাতত আর চিন্তা করে লাভ নাই। যদি আপনি হোল্ডিং করতে চান, তাহলে হোল্ডিং করতে থাকেন। বুল রানের এটা প্রথম পর্যায়। যদি বিটকয়েন সেল করে থাকেন, তাহলে আপাতত বিটকয়েনে আর ইনভেষ্ট কইরেন না। বিটকয়েন যখন সাইড ওয়েইজ মুভ করবে, তখন কিন্তু অল্ট কয়েন পাম্প করতে শুরু করবে। সুতরাং, ভালো পোটেনশিয়াল আছে এমন কয়েকটা কয়েন দেখে সেগুলোতে ইনভেষ্ট করতে পারেন। অথবা বিটকয়েন মার্কেট আবার কারেকশনের অপেক্ষায় থাকতে পারেন।