@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে। ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।
আমি গত মাসে দেখি মাত্র ২২ পোস্ট করেই ১ম হয়েছি যা অবাক হইলাম।
ভাই এখানে অবাক হবার কিছুই নাই, কিছু মেম্বার বাংলা তে এসে আগে কিছু পোস্ট করতো মেরিট এর জন্যে র্যংক আপ হয়ে গেছে পোস্ট করাও বন্ধ করে দিয়ে অনেকেই। তাদের মধ্যে কিছু মানুষ আছে তারা আসলেও প্রকিত ব্যাস্ত বা সময়ের জন্যে ফোরামেই আসেনা। এছাড়া বাকি সবার কম বা বেশি একি নিয়াত থাকে।