Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Elissa~sH
on 02/03/2024, 16:58:20 UTC
⭐ Merited by GOODLUCK-HRM (3)
আমি এই ফোরামে নতুন একজন মেম্বার। আমাকে একটা সঠিক গাইড লাইন দিয়ে সাহায্য করবেন আমি কিভাবে এই ফোরাম সম্পর্কে আইডিয়া পেতে পারি। নতুন মেম্বার হিসেবে আমি এই ফোরাম সম্পর্কে জানতে চাই শিখতে চাই।
আরে ভাই আপনি আমাদের বাংলাদেশি ভাই তাহলে? আমি আপনার করা পোস্ট দেখে উওর দিয়েছি এবং নতুনদের জন্য অনেক হেল্প হবে ওটা পড়লে। বিগিনার  এন্ড হেল্প থ্রেডেও সাহায্য চেয়েছিলেন ফোরাম সম্পর্কে জানা শোনার জন্য। আমি যদিও একজন নতুন মানুষ এখানে কিন্তু আমি খুব শিখার চেষ্টা করতেছি ভাই। আমার মতো আপনিও নতুন সদস্য এখানকার। আপনাকে আমি ওখানে তিন নাম্বারে একটা পোস্ট করেছি দেইখেন ভাই। আর আপনার জন্য আমার দিক থেকে বলা থাকবে সর্বচ্চ লেভেলের সময় দেন ফোরামে কোথায় কি হয় সবকিছু দেখেন বুঝেন। সময় নিয়ে আগে সবকিছু নিয়ে রিচার্জ করেন কে কেমনে কি করছে এখানে। সবসময় ভালোদের ফলো করবেন আশা করি সবকিছু বুঝবেন।  

আর যেহেতু বাংলায় হেল্প চেয়েছেন সেহেতু আপনি প্রথম দিকে পোস্ট  গুলো দেখবেন ভাই মনোযোগ দিয়ে এবং আমি আপনাকে জন্য বাংলায় একটা পোস্ট নতুন হিসেবে ফোরাম সম্পর্কে জানতে লিংক খুজে বের করেছি এটা দেখতে পারেন ভাই।

১: BitCoinDream ভাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে পোস্ট এটা পইরেন ভাই। https://bitcointalk.org/index.php?topic=631891.msg7033740#msg7033740

২: @Crypto Library ভাইয়ের গুছানো একটা পোস্ট যদি সময় নিয়া সবগুলা পড়তে পারেন তাহলে ফোরামে সম্পর্কে জানতে বেশি সময় লাগবে না ভাই। আমি এগুলোই পড়ে পড়ে অনেক কিছু শিখেছি। https://bitcointalk.org/index.php?topic=631891.msg62916610#msg62916610
বিটকয়েনটকে স্বাগতম ভাই।

@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে। ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।
ভাই আমাদের এই বাংলা থ্রেডে খুব কমই পোস্ট করে। একটা পোস্ট করলে দেখা যায় সেই পোস্টের উওর আসে একদিন পর বা অনেক সময় পর। যাদের বড় একাউন্ট তারা সবাই সিগনেচার ক্যাম্পেইনের পোস্ট নিয়ে ব্যাস্ত এবং আরো নানারকম কারন হতে পারে। তবে যাদের বড় একাউন্ট তাদের বলবো ভাইয়েরা আপনাদের একটু একটিভ থেকে আমাদের বাংলা থ্রেডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমরা সবাই যদি চাই এবং অভিজ্ঞ যারা আছেন তাদের সাহায্য সহযোগিতায় যদি চাই তাহলে আমাদের বাংলা থ্রেডটাকে অনেক এগিয়ে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন জানিনা আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন ভাইয়েরা।