তবে আমি আশাবাদী যে বিটকয়েন কারেকশন করার জন্য অবশ্যই আমি যে দামে সেল দিয়েছি ৫৬কে তে অবশ্যই আসবে। আর এর জন্যই ওয়েট করতেছি বর্তমানে আপাতত কোন অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার চিন্তা আমার নাই কারণ আমার হিসেবে অল্ট কয়েনের ভরসা নাই আর তাছাড়া আমার এই ফান্ডটা শুধু মাত্রই বিটকয়েনের জন্য রাখা তাই এটাকে অন্য কোন কিছুর সাথে যুক্ত করতে চাচ্ছি না।
ভাই বিটকয়েন হচ্ছে ৪২ হাজারে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেখে আসছে, আশা করছি সেখানে যাওয়ার একটা চান্স আছে। এটা অনেক বেশি এখন যদি 42 হাজারে বিটকয়েন নাও যায় তারপরেও মনে করেন ১০% শতাংশ যদি বাদ দিয়ে দেন। তারপরেও ৫২ হাজার একটা পয়েন্ট থাকছে তো সেখানে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ৪২ হাজারে যাওয়া সম্ভাবনা সবথেকে বেশি তার কারণ ওখানে বেশ কিছুদিন অবস্থান করছে এবং ওই টা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।