Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 02/03/2024, 16:26:35 UTC
এই ভুল টা মনে হয় সবাই করে ভাই। অনেকেই ভাবে যে বিটকয়েন নিশ্চই আবার কারেকশন করবে আর সেই সুযোগে আমি বায় ব্যাক করবো। অনেক সময় এরকম টা হয়, আবার অনেক সময় এরকম টা আসলে হয় না। তখন দেখা যায় আমরা হিউজ পাম্প মিস করে ফেলি। যেটা হয়ে গেছে, সেটার জন্য আপাতত আর চিন্তা করে লাভ নাই। যদি আপনি হোল্ডিং করতে চান, তাহলে হোল্ডিং করতে থাকেন। বুল রানের এটা প্রথম পর্যায়। যদি বিটকয়েন সেল করে থাকেন, তাহলে আপাতত বিটকয়েনে আর ইনভেষ্ট কইরেন না। বিটকয়েন যখন সাইড ওয়েইজ মুভ করবে, তখন কিন্তু অল্ট কয়েন পাম্প করতে শুরু করবে। সুতরাং, ভালো পোটেনশিয়াল আছে এমন কয়েকটা কয়েন দেখে সেগুলোতে ইনভেষ্ট করতে পারেন। অথবা বিটকয়েন মার্কেট আবার কারেকশনের অপেক্ষায় থাকতে পারেন।
ঘটনাটা আসলে ভাই হয়েছেটা কি এমন যে আমি যেটাকে টাচ করি সেটাই দুঃখ হয়ে যায়, মানে অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। এতদিন  ভালোয় ভালোয় হোল্ডিং করে আসছিলাম কিসের কারণে যে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে যে সেল দিতে গেলাম এখন নিজেই বুঝতেছিনা।
তবে আমি আশাবাদী যে বিটকয়েন কারেকশন করার জন্য অবশ্যই আমি যে দামে সেল দিয়েছি ৫৬কে তে অবশ্যই আসবে। আর এর জন্যই ওয়েট করতেছি বর্তমানে আপাতত কোন অল্ট কয়েনে ইনভেসমেন্ট করার চিন্তা আমার নাই কারণ আমার হিসেবে অল্ট কয়েনের ভরসা নাই আর তাছাড়া আমার এই ফান্ডটা শুধু মাত্রই বিটকয়েনের জন্য রাখা তাই এটাকে অন্য কোন কিছুর সাথে যুক্ত করতে চাচ্ছি না।


@Crypto Library ভুলে গেছে নাকী যে ফেব্রুয়ারী মাস ২৯ দিনেই শেষ হয়েছে। ভাই ফেব্রুয়ারী মাসের পোস্ট চার্ট লিস্ট দিবেন কবে? যাইহোক আমি আজকে ফেব্রুয়ারি মাসের পোস্ট সংখ্যা চেক করেছি, যা আমি হতাশ হয়েছি। যাইহোক, বিগত কয়েক মাসের তুলনায় গত মাসে পোস্ট সংখ্যা খুবই কম হয়েছে। আমি লোকাল মেম্বার দের দৃষ্টি আকর্ষণ করব, আপনার অত্যান্ত সপ্তাহে ২-১ টা পোস্ট করার চেষ্টা করবেন, না হলে তো বাংলা থ্রেডে নিয়ে এগিয়ে যেতে অনেক দেরি হবে। ফেব্রুয়ারী মাসে টোটাল পোস্ট হয়েছে মাত্র ১৫২ টি,যা খুবই কম।

আমি গত মাসে দেখি মাত্র ২২ পোস্ট করেই ১ম হয়েছি যা অবাক হইলাম।
না ভাই ভুলে যাই নাই ফেব্রুয়ারি মার্চে ২৯ দিনে শেষ হয়ে গিয়েছে এটা আমার ঠিকই মনে আছে 😂। কিন্তু নিজের নানান ব্যস্ততা এবং কাজের প্রেসার এর জন্য আমি গতকালকে আপডেটটি দিতে পারিনি।
আশা করি আজকের রাতের মধ্যেই আমি আমার আমাদের লোকাল থ্রেডের  এক্টিভিটি রিপোর্ট পাবলিশ করব।