Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 03/03/2024, 12:37:41 UTC
আচ্ছা ভাই সকলে আমাদের লোকাল থেকে একটা ভবিষ্যৎবানী হয়ে যাক। যদিও বিটকয়েন নিয়ে ভবিষ্যৎ বাণী কারা যুক্তিসঙ্গত নয, তবুও দেখি কার ভবিষ্যৎবাণী সত্যি হয়। বিটকয়েন হালভিং এর পর বুলরানে আপনারা বিটকয়েনের দাম কে কত প্রত্যাশা করেন?

এটা ভাই ডিপেন্ড করবে অনেক গুলো ফ্যাক্ট এর ওপরে। এখন কিন্তু সবাই বসে আছে যে বিটকয়েন কখন ১০০ কে রিচ করবে। সাধারন পাব্লিক সেল দিয়ে যতটা ডাম্প করবে, তার কয়েকগুন ডাম্প হবে যদি একটা বড় কোম্পানি সেল শুরু করে দেয়। মাইক্রো স্ট্রাটেজির মতো কোম্পানি যদি মনে করে যে আমরা ১০০ কে টাচ করতে ৫০ বিটকয়েন সেল করে দেবো, তাহলে বিটকয়েন মারকেটে সেল প্রেশার বেড়ে যাবে। প্যানিক সেল শুরু হয়ে গেলে এটা রিকোভার করতে কিছু টা সময় লাগবে।

এজন্যই দেখবেন মারকেট হুট করে বাড়ে না। যেমন বিটকয়েন এবার ৬৪ হাজারে যাওয়ার পর সেখান থেকে ব্যাক আসা শুরু করছে। ৬৪ হাজারে ভালো কিছু সেল প্রেশার ছিলো। সেজন্য ৬৪ হাজারে বিটকয়েন ষ্ট্যাবল হতে পারে নাই। বুলরান কতদিন স্থায়ী হবে সেটার ওপর ডিপেন্ড করবে যে অলটাইম হাই কতো হবে। যদি ১ বছর থাকে, তাহলে ১৫০ কে হতে পারে। আর যদি ৫-৬ মাস হয়, তবে হয়তো ১০০ কে বা এর আশে পাশে থাকতে পারে। দেখা যাক কি হয়।