ভাই এইসব র্যাফেল গুলো অনেক ভালো লাগে কিন্তু জীবনে একবারেও মতো উইন হতে পারিনি এখনো আসলে কপালের ব্যাপার অনেক কিছুই থাকে থিত এটা আমার কাছে এমন মনে হয়। অংশগ্রহণ করতে ভালো লাগে। কিন্তু উইন না হতে পারলে খারাপ লাগে। ধন্যবাদ @krogothmanhattan কে বার বার এমন সুযোগ তৈরি করে দেয়ার জন্য।
হ্যাঁ ভাই এই ধরনের র্যাফেল উইন হওয়া ভাগ্যের ব্যাপার। ১০০ টা স্লট থাকে ১০০ জনের মধ্যে একজন বিজয়ী হবে, যার লাক ভালো থাকবে সেই বিজয়ী হবে। তবে আমার একবার ভাগ্যে সহায়ক ছিলো, একবার উইন হয়েছিলাম। কিন্তু উইন হলেও এক ঝামেলা আমাদের যে দেশ ১০ টাকার জিনিস আনতে আপনার ১০০ টাকা খরচ হবে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এখানেও ঝামেলা হয়ে যেয়ে পারে। তবে অনেক ভালো লাগে বিজয়ী হতে পারলে, অনেক গুলো স্লট থাকে এর মধ্যে যদি নিজে উইন হওয়া যায়।
ভাই চেষ্টা করুন সব র্যাফেলে আবেদন করবেন, ভাগ্য আপনার সহায়ক হতেও পারে। দেখবেন আবেদন করতে করতে একবার উইন হয়ে গেছেন।
আবেদন করেছি ভাই দেখা যাক কি হয় আগে আবেদন করতাম না কারণ, যদিও কেউ উইন হয়ে যায় তারপরেও বাংলাদেশে সেটা শিপ্ট করা অনেক ঝামেলার এটা নিয়ে এর আগে কিছু পোস্ট দেখছিলাম। আর আমাদের দেশের কাস্টম তো আছেই শিপমেন্ট আটকায়ে দেবার জন্যে।