Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
বাংলা (Bengali)
by
Crypto Library
on 21/03/2024, 16:59:40 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
~snip~
ভাই আপনি একটা কাজের কাজ করছেন, আমিতো এতদিন ভার্চুয়াল ক্রিপ্ত ডেবিট কার্ড ব্যবহার করার জন্য ইচ্ছা পোষণ করতেছিলাম কারণ অনেক সময় ডলারে পেমেন্ট করতে গিয়ে আটকে যাই, তবে কোনটা ভালো হবে এই দ্বিধায় আটকে ছিলাম।
যাইহোক এখন নিজের দেশেই বসে চালাতে পারবো। আমি এই বিষয়ে আরেকটু এক্সপ্লোর করলাম  ইউটিউবে একটি ভিডিও দেখলাম- https://www.youtube.com/watch?v=c3Kuc94o2pA&t=85s
তারপর আমার মনে হল বর্তমানে MFS সার্ভিস গুলোর মধ্যে সবচাইতে লো কষ্ট হবে এইটা ব্যবহার করলে। আজকে আমি প্রথমবার উপায় ট্রায়াল দিলাম  UCB ব্যাংকের এটিএম বুথ থেকে হাজারে আট টাকা কাটে।
কিন্তু দুঃখের বিষয় একটাই আমি বাইনান্সে পিটুপি এ অর্ডার ক্রিয়েট করার সময়  Upay এর কোন অ্যাড দেখতে পেলাম না।

আস্সালামু আলাইকুম।

Review Master ভাই এর পোষ্ট পড়েছি, আপনার পোষ্ট পড়ার পর আমি অনেক অনুপ্রেরনা পেলাম। তবে অনেকেই এই এমাউন্ট বিশ্বাস করতে চাইবে না কারন তারা নিজেরা সেটা আর্ন করতে পারে নাই।

যাই হোক, আমি নিজেই একটা টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল খুলেছিলাম, তবে আমাদের কমিউনিটির একটা ওয়েবসাইট কয়েন আলাপের নাম আপনারা শুনে থাকবেন, আমি চাচ্ছিলাম তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে। এডমিনের সাথে আমার কথা হয়েছে এবং ওনারাও চাচ্ছে আমি কাজ করি। টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন এয়ারড্রপের ব্যাপারে আপনারা পোষ্ট পাবেন, তবে কোনো এয়ারড্রপের ব্যাপারে বিস্তর জানার প্রয়োজন হলে আমরা সেটা নিয়ে coinalap.com গোইড পোষ্ট করার কথা ভাবছি। তাছাড়া টেলিগ্রামেও একটা ডিসকাশন গ্রুপ থাকবে, চাইলে আপনারা সেখানেও জয়েন করতে পারেন। বিগিনারদের জন্য একটা এয়ারড্রপ গাইড পোষ্ট করবো। কেউ কাউকে প্রতিপক্ষ না ভেবে মিলে কাজ করতে পারলেই সবার সাকসেস হওয়া সম্ভব। আমাদের কমিউনিটির আরো একজন আমাদের সাথে কাজ করবেন, আশা করি উনি সময় মতো এই ব্যাপারে পোষ্ট করবেন।

কয়েন আলাপের টেলিগ্রাম চ্যানেল লিংক: https://t.me/coinalap_airdrop
আমার ব্যাক্তিগত টেলিগ্রাম আইডি: https://t.me/learnbitcoinbd

রামাদান কারিম!
ওয়ালাইকুম আসসালাম,
ভাই আপনাদের আগ্রহ এবং রিভিউ মাস্টার ভাইয়ের পোস্ট দেখে তো আমারও ইচ্ছা জাগছে এই রিলেটেড কাজ শুরু করে দেওয়া, এখন আমি যদি কাজ শুরু করে দেই আবার বইলেন না  শুনে শুনে মুসলমান হইছি  Grin
আর কয়েন আলাপ এর সাথে কোলাবোরেশন এর কথা শুনে আমার ভালো লাগলো, আপনার জন্য এবং কয়েনআলাপ এর ভাইয়ের জন্য রইল 🖤
 কয়েনআলাপ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা ওয়েবসাইট যেটাতে অনেক মূল্যবান তথ্য শেয়ারিং করা আছে একজন নতুন ব্যক্তি যে ক্রিপ্ত কারেন্সি সম্পর্কে কিছু জানে না ব্লক কি ট্রানজেকশন ফি কেন বেশি হয় বা কম হয় এরকম  অনেক ধরনের আর্টিকেল রয়েছে- নতুনদের এই ভিজিট ওয়েবসাইটটি করতে বলবো। https://www.coinalap.com/