ভাই সেই সময় যদি জানতে পারতাম যে বিটকয়েন বলে কিছু আছে তাহলে অনেক ভালো কিছু করতাম হয়তো জীবনে। কারণ সেই সময় বিটকয়েনের দাম অনেক কম ছিল এবং সেখানে জমা রাখার সুযোগ অনেক বেশি ছিল। একটু কষ্ট করলেই হয়তো অনেকটা বিটকয়েন জমা রাখা সম্ভব হতো কিন্তু এটা এখন আর হয়তো সম্ভব না। কারণ এখন দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে যারা সাধারন তাদের কাছে এখন এক বিটকয়েন মানে অনেক কিছু। কারণ এক বিটকয়েন আর কখনোই রাখা সম্ভব না হয়তো আর যাদের ইনকাম বেশি তাদের কথা আলাদা তারা হয়তো রাখতে পারলেও পারতে পারে।
ভাই এই রকম আফসোস আমিও করি, আমার আপনার মতো অনেকেই এমনটা ভাবছেন। ২০১০ সালে আরো কম ছিলো ১ ডলার দিয়ে কয়েকটা বিটকয়েন কিনতে পারতাম। তবে আমি সে সময়ে বিটকিয়েন বলে কোন কিছু আছে কীনা সে সম্পর্কে কোন ধারণা ছিল না। হয়তো ধারণা থাকলে বিশ্বাস করতাম না যে এই জিনিসটার দাম ভবিষ্যতে এত হবে। আমি বিটকয়েনের সর্বনিম্ন মূল্য ১৬০০০ ডলারে দেখেছিলাম, তখন আমার পক্ষে ১ বিটকয়েন কেনা সম্ভব ছিল না।
যাইহোক, এখনো আমাদের বিটকয়েনের অতীতের দাম দেখে আফসোস করে লাভ নাই, ভবিষ্যতের দাম কত হবে সে বিষয় নজর করা দরকার। ১ বিটকয়েন কেনা অধিকাংশ লোকের সামর্থ্য নাই, তাই DCA পদ্ধতিতে বিনিয়োগ করলে আস্তে আস্তে বিনিয়োগের পরিমান বাড়ানো সম্বব হবে। ভবিষ্যতে যখন বিটকয়েনের দাম ১০০-১৫০কে হবে তখন আবার আজকের বিটকয়েনের দাম ৬৪ হাজার ডলার কে মিস করতে পারেন।