Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 24/03/2024, 16:42:53 UTC
জীবনে অযাচিত অশান্তি না চাইলে, Crypto সম্পর্কিত যেকোনো জিনিস বাংলাদেশে আমদানি করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুর, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইনে যদি পরিচিত কেউ থাকে, তাহলে তাঁদের ঠিকানায় পাঠিয়ে ওনাদের সাথে বাংলাদেশে আনাতে পারেন।
আর বইলেন না ভাই, এই সমস্যায় এড়ানোর জন্যই এখনো পর্যন্ত অনেক কালেক্টিভেলস পছন্দ হওয়া সত্ত্বেও ওগুলোর দরকষাকষি করতে পারিনি। যদিও মাঝেমধ্যে বিভিন্ন ফ্রি কালেক্টিভেলস রেফেল ড্র হলে সেখানে অংশগ্রহণ করি।
এখানে আমিও দুটো কথা চিন্তা করছি হয় ফোরামের কোন পছন্দের সেগুলো গিফট করে দেব।
আর নয়তো আমার কয়েকটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া এবং ইউরোপ কান্ট্রি রয়েছে তাদেরকে  পার্সেল হিসেবে পাঠিয়ে দিব। পরবর্তীতে দেশে আসার সময় ওরা সেগুলো নিয়ে আসলে আসলো আর না দিলে না দিক। কিন্তু আমার একটা প্রশ্ন এখানেই যে সেগুলো তো বিমানবন্দরের কাস্টমস পার  করিয়েই আনতে হবে, তখন কি ধরা খাওয়ার পসিবিলিটি নেই?
তাহলে তো হয়েই যেতো পায়ের উপর পা তুলে খাইতাম ঘুুমাতাম আর হোল্ড করতাম। কিন্তু বেশিরভাগেই ঐ মূলধনটা নাই যেটা দিয়ে কিনে সে হোল্ড করবে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১৫ কে তে ছিলো তখন কয়েক হাজার (আর কত হবে ৫ কে) কিনে রাখতে চাইছিলাম। কিন্তু কিনতে পারিনাই। এতদিনে সেটা ৫-৬ গুন হয়ে যেতো যদি কিনে হোল্ড করতাম। ঐযে নুন আর পান্তা। টাকা হাতে থাকেনা। কোনো না কোনো দিক দিয়ে খরচ হয়ে যায়।  Smiley
মজার বিষয়টা কি জানবেন? যখন বিটকয়েন ১৫ কে বা  ১৬ কে তে নেমেছিল তখন আমি আশা করতেছিলাম যে এটি 10 এর নিচেও নামবে আর তখনই আমি হাফ বিটকয়েন কিনে রাখবো এবং হোল্ডিং করব। কিন্তু সেটির উল্টো টি হল, দাম বাড়তে শুরু করল।
আমি মনে করি বিটকয়েনে হোল্ডিং করতে বা ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্টমেন্টটা খুবই ছোট আকারে রাখা উচিত, এই ধরেন আমরা যখন সিগনেচার স্টার্ট করি তখন কিন্তু বিটকয়েনের দাম বিশ কে এর আশেপাশে ছিল , আর অবশ্যই যারা তখন তাদের ফুল  সিগনেচার পেমেন্ট হোল্ডিং করতে চেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পরবর্তীতে হয়তো প্রয়োজনের কারণে সেল করতে হয়েছে এক্ষেত্রে হয়তো সে তার গোল টাচ করতে পারেনি।
আমি বিটকয়েন ইনভেস্টমেন্ট টাকে অনেকটা ব্যাংকের ফিক্স ডিপোজিট নাকি বলে ওইটার সাথে মিলিয়ে করি যেমন ধরেন অনেকে মাসে 5000 টাকা করে ফিক্স ডিপোজিট করে পাঁচ বছর বা ১০ বছরের নামে। একই কাজটা বিটকয়েনে করলেও মন্দ হয় না আমার নিজেরই বর্তমানে যা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটি ডাবল হয়েছে। তার মধ্যে কিছু ৫৬কে তে সেল দিয়ে রিগ্রেট ফিল করতেছি।